Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ১১:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ, ওসির হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, তদন্ত কমিটি গঠন 
Sunday August 9, 2020 , 9:40 pm
Print this E-mail this

পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন

বরগুনায় মানববন্ধনে লাঠিচার্জ, ওসির হাতে লাঞ্ছিত পুলিশ সদস্য, তদন্ত কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা নিহতের ঘটনায় গ্রেপ্তার সিনহার সহযোগী সিফাতের মুক্তির দাবিতে বরগুনার বামনায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে লাঠিপেটা ও ওসির হাতে পুলিশ সদস্যেক লাঞ্ছিতের ঘটনা তদন্তে কমিটি করেছে জেলা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোফিজুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা আজ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম জানান, কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন। দু’একদিনের মধ্যে ঘটনার সত্যতা জানা যাবে। টেকনাফে সিনহা নিহতের ঘটনায় গ্রেপ্তার সিফাতের মুক্তির দাবিতে শনিবার সিফাতের গ্রামের বাড়ি বরগুনার বামনায় আয়োজিত মানববন্ধনে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী সিফাতের শিক্ষক, সহপাঠীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে মানববন্ধন চললেও সেখানে বামনা থানা পুলিশের একটি দল প্রথমে মানববন্ধনকারীদের হাতে থাকা ব্যানার-পোস্টার ছিনিয়ে নেয়। এরপর বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস আলী তালুকদার মানববন্ধনে থাকা শিক্ষার্থীদের লাঠিচার্জ শুরু করে ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনার পর বামনা থানার পুলিশ দাবি করেছিল, অনুমতি ছাড়াই সরকার বিরোধী কর্মসূচির আয়োজন করায় ব্যবস্থা নেয়া হয়েছে।




Archives
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ