Current Bangladesh Time
রবিবার নভেম্বর ৯, ২০২৫ ১:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও এনজিও মানব কল্যান ফাউন্ডেশন 
Tuesday June 23, 2020 , 9:31 pm
Print this E-mail this

ঋন দেয়ার কথা বলে গভীর রাতে ভাড়াটে অফিস তালা লাগিয়ে উধাও কোম্পানীর লোকজন

পটুয়াখালীতে গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও এনজিও মানব কল্যান ফাউন্ডেশন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীতে অন্তত পাঁচ শতাধিক গ্রাহকের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে মানব কল্যাণ ফাউন্ডেশন নামের একটি কোম্পানীর লোকজন।  ঋন দেয়ার কথা বলে গভীর রাতে ভাড়াটে অফিস তালা লাগিয়ে উধাও হয় তারা। পরদিন সকালে ঋণ নিতে এসে গ্রাহকরা বিষয়টি জানতে পারে। এসময় এক এক করে কয়েকশ নারী-পুরুষ জড়ো হয়ে কান্নাকাটি শুরু করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পটুয়াখালী শহরের হেতালিয়া বাঁধঘাট এলাকায় একটি পাকা ভবন ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে মানব কল্যাণ ফাউন্ডেশন নামের একটি এনজিও প্রতিষ্ঠান। প্রথমে সংস্থাটি ক্ষুদ্র কুটির শিল্পের উপর ঋণ দানের লক্ষ্যে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় কোম্পানীর মাঠকর্মী গ্রামে গ্রামে গিয়ে করোনা ভাইরাসের মধ্যে নতুন সদস্য (গ্রাহক) নেওয়ার কথা বলে। এসময় মাঠ কর্মীরা গ্রাহকদের প্রতিশ্রুতি দিয়ে বলেন  যে সকল সদস্যরা পাঁচ হাজার টাকা করে জমা দিবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে এবং যারা দশ হাজার টাকা জমা দিবে তাদেরকে এক লাখ টাকা ঋণ দেওয়া হবে। এমন আশ্বাসে গ্রাহকরা সরল বিশ্বাসে কেউ পাঁচ হাজার, কেউ তিন হাজার এবং কেউ কেউ দুই হাজার টাকা করে জমা দেয়। যে সব গ্রাহকরা টাকা জমা দিয়েছে তাদেরকে পর দিন বৃহস্পতিবার (১৮ জুন) ঋণ দেওয়া হবে বলে জানিয়ে দেয়া হয়। সে মোতাবেক গ্রাহকরা মনের আনন্দে বৃহস্পতিবার সকালে ঋণ নেওয়ার জন্য মানব কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে হাজির হয়। কিন্তু সেখানে গিয়ে দেখে অফিসে তালা ঝুলছে এবং অফিসের সাইন বোর্ডও নেই। খোঁজ নিয়ে জানতে পারে ওই কোম্পানীর অফিসে তালা লাগিয়ে লোকজন উধাও হয়ে গেছে। ভুক্তভোগী গ্রাহক সোনালী রানী দাস বলেন, তার মানব কল্যাণ ফাউন্ডেশনের অধীনে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামে একটি সমিতি করেছেন। তার সমিতির নাম গোলাপ মহিলা সমিতি, যার কোড নং-১ ও সদস্য নং-৩।  এ সমিতির সদস্যরা ওই কোম্পানীতে তিন থেকে পাঁচ হাজার করে টাকা জমা দেয় ঋণের আশায়। কিন্তু আমাদের টাকা হাতিয়ে নিয়ে তারা এভাবে উধাও হয়ে যাবে তা ভাবতেও পারিনি। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি এবং আমাদের এখন পথে বসার উপক্রম হয়েছে। এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ জানান, ঘটনাটি শুনেছেন তিনি। তথ্য সংগ্রহ করা হচ্ছে কারা এসব করেছে ও কারা এ প্রতিষ্ঠানের মালিক ছিল। অপরাধীরেদর চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
বরিশালে অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ নারী আটক
Image
চাকরি ফিরে পেতে বরিশালে থালা-বাটি নিয়ে অবস্থান ও বিক্ষোভ
Image
প্রার্থী ঘোষণার মাধ্যমে সরোয়ারের প্রত্যাবর্তন, বরিশাল বিএনপিতে ঐক্যের সুর
Image
ডিসেম্বরেই খুলে দেওয়া হবে বরিশালের ‘গোমা সেতু’
Image
পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা