Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ২:৫৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীতে এইচএসসি পাশ এক বিশেষজ্ঞ চিকিৎসক ধরা খেলেন র‌্যাব-৮’র হাতে 
Monday May 18, 2020 , 9:49 pm
Print this E-mail this

জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করে

পটুয়াখালীতে এইচএসসি পাশ এক বিশেষজ্ঞ চিকিৎসক ধরা খেলেন র‌্যাব-৮’র হাতে


নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর গলাচিপার পাতাবুনিয়া বাজারে অভিযান চালিয়ে এক ভূয়া ডাক্তার আটক করেছে র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করে র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আটক ব্যক্তির নাম মো: নুরুজ্জামান তালুকদার (৩৬)। সে পটুয়াখালী সদরের টাউন কালীকাপুর এলাকার মৃত আবুল হাসেম তালুকদারের ছেলে। সোমবার র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গলাচিপার পাতাবুনিয়া বাজারে মেসার্স তালুকদার মেডিসিন হাউসে প্রাইভেট প্রাকটিসের নামে নুরুজ্জামান তালুকদার নামে এক ব্যক্তি নিজেকে বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আটক ব্যক্তি চিকিৎসা শাস্ত্রে কোন পেশাদার ডিগ্রী অর্জন না করেও নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগের ভূয়া চিকিৎসা দিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে সোমবার সকালে তাকে আটক করে র‌্যাবের বিশেষ দল। র‌্যাব জানায়, নুরুজ্জামান তালুকদার মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করে নিজেকে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে দির্ঘ দিন ধরে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিলো। অভিযনের সময় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন আটক মো: নুরুজ্জামান তালুকদারকে ভূয়া ডাক্তার হিসেবে অভিমত ব্যক্ত করেন। তাকে গলাচিপা থানায় সোপর্দ করে মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা গতকাল দুপুরে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৮।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!