Current Bangladesh Time
সোমবার অক্টোবর ৬, ২০২৫ ৫:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাউন্ট এভারেস্ট দখলের পাঁয়তারা করছে চিন! 
Monday May 11, 2020 , 9:49 pm
Print this E-mail this

চিনের এই দাবির কড়া সমালোচনা করেছে নেপাল

মাউন্ট এভারেস্ট দখলের পাঁয়তারা করছে চিন!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্ব মানচিত্রে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপাল ও চিনের সীমান্তে অবস্থিত। কিন্তু বেইজিং-এর সরকারি সংবাদসংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক দাবি করল মাউন্ট এভারেস্ট চিনে অবস্থিত। সিজিটিএন-এ এই বিষয়ে একটি ট্যুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। চিনের এই দাবির কড়া সমালোচনা করেছে নেপাল। সিজিটিএন-এর ট্যুইটে দাবি করে হয়েছে যে মাউউন্ট এভারেস্ট সম্পূর্ণ ভাবে চিনে অবস্থিত। পরিষ্কার আকাশে চিনের স্বশাসিত অংশ তিব্বতে মাউন্ট কিয়োমোলাঙ্গামো বা মাউন্ট এভরেস্ট স্পষ্ট দেখা যাচ্ছে বলে একটি ট্যুইট করা হয়। এই ট্য়ুইটের তীব্র প্রতিবাদ জানায় নেপাল। এই বিষয়ে চিনের ব্যাখ্যাও দাবি করা হয় ট্যুইটারে। ১৯৬০ সাল থেকেই মাউন্ট এভারেস্টের দাবি নিয়ে ঝামেলা রয়েছে চিন ও নেপালের মধ্যে। ১৯৬০ সালে নেপালের প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্বেশ্বর কৈরালা চিন সফরে গিয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির তত্‍কালীন চেয়ারম্যান মাও জেদং-এর সঙ্গে দেখা করেন। সেই সময় এভারেস্টকে নেপাল ও চিনের মধ্যে দু-ভাগে ভাগ করার প্রস্তাব দেন মাও জেদং।




Archives
Image
বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর মৃত্যুদণ্ড
Image
বরিশালে শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে প্রতিবাদ
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
মারা গেছেন সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদ
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন