Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১০:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন বরিশালের নথুল্লাবাদে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকেরা 
Tuesday May 5, 2020 , 8:50 pm
Print this E-mail this

সাহায্যের চাল পাওয়ার আশায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন ৩ হাজারেরও বেশি শ্রমিক, প্যাকেট মাত্র ৮০০

ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন বরিশালের নথুল্লাবাদে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকেরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ত্রাণ না পেয়ে বিক্ষোভ করেছেন করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকেরা। মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করে। গত ২৪ মার্চ থেকে বরিশালের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে বেকার হয়ে পড়েছে বরিশালের কয়েক হাজার পরিবহন শ্রমিক। তারা পরিবার নিযে অনাহারে-অর্ধাহারে থাকলেও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে কেউ কোনো সহায়তা করেনি। তাই বাধ্য হয়ে বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, শ্রমিকদের কল্যাণে তহবিলের নামে টাকা নেওয়া হলেও দুযোর্গের সময় কেন সেখান থেকে সহায়তা দেওয়া হয়নি। জেলা বাস মালিক গ্রুপ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, শ্রমিকদের জন্য আট টন চাল বরাদ্দ করা হয়েছে। বিতরণের জন্য প্রতি ব্যাগে ১০ কেজি করে মোট ৮০০ প্যাকেট করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় নথুল্লাবাদ বাস টার্মিনালে কর্মহীন হয়ে পরিবহন শ্রমিকদের মধ্যে এ চাল বিতরণের কথা। কিন্তু সাহায্যের চাল পাওয়ার আশায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে থাকেন ৩ হাজারেরও বেশি শ্রমিক। প্যাকেট মাত্র ৮০০। এক পর্যায়ে অকেনেই চাল না পাওয়ার আশঙ্কায় লাইন ভেঙে উত্তেজিত হয়ে ওঠে এবং যে যার মতো চালের প্যাকেট নিয়ে যায় বলে অভিযোগ করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন। আর যারা একেবারেই পাননি তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম জানান, মালিক ও শ্রমিক ইউনিয়ন ত্রাণ দিয়েছে। প্যাকেটের চেয়ে লোক কয়েকগুন বেশি হওয়ায় কেউ পেয়েছেন, কেউ পাননি। সাহায্যের পরিমাণ মানুষের থেকে কম হলে যা হয়, তাই হয়েছে। তবে কোনো খাদ্য সহায়তা লুট হয়নি। বিক্ষুদ্ধ শ্রমিকরা জানান, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নভুক্ত প্রায় ৪ হাজার শ্রমিক রয়েছে। তারা গেল দেড়মাসে শ্রমিক সংগঠন ইউনিয়ন, মালিক সমিতির পক্ষ থেকে কোনো ত্রাণ সামগ্রি পায়নি। আর দেড়মাস পর মাত্র ৮০০ শ্রমিকের সাহায্য জোগাড় করেন তারা। এ নিয়ে ক্ষুব্দ হয়ে ওঠে সাধারণ শ্রমিকরা। তবে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতির দাবি, বরিশালের বাস মালিক গ্রুপভুক্ত ২০০টি বাসে তিনজন করে মোট ৬০০ কর্মজীবী শ্রমিক রয়েছে।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২