প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরগুনায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ
Saturday April 11, 2020 , 10:07 pm
সদ্য তাবলীগ জামায়াত থেকে ফিরেছেন তিনি, বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন
বরগুনায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহের পর পরীক্ষা-নিরীক্ষা শেষে ওই রোগীকে শনাক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ জানান, আক্রান্ত ওই ব্যক্তি সদ্য তাবলীগ জামায়াত থেকে ফিরেছেন। বর্তমানে তিনি বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি আছেন। এ নিয়ে এখন পর্যন্ত বরগুনায় দু’জন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত ৯ এপ্রিল বরগুনা সদর হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন ওই ব্যক্তি। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠায়। আজ শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এতে ওই ব্যক্তিকে করোনা পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়। করোনা ভাইরাসের আক্রান্ত এই ব্যক্তির বাড়ি বরগুনা সদর উপজেলায়।এর আগে বরগুনায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম দেলোয়ার হোসেন। এতে গত বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ুন শাহীন খান বলেন, করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তি বরগুনা জেনারেল হাসপাতালে আইসোলেশনে ভর্তি আছেন। আমরা তার সুচিকিৎসা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। ওই ব্যক্তির সংস্পর্শে যারা ছিলেন তাদের বিষয়েও যথাযথ পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আক্রান্ত এই ব্যক্তি তাবলীগ জামায়ত থেকে ফিরেছেন। তার সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করে আমরা কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ শুরু করেছি। এছাড়াও ওই ব্যক্তি বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।