অভিযুক্ত ফেরদৌসি বেগম গলাচিপা উপজেলার কলাগাছিয়া সেকান্দার আলী ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক
পটুয়াখালীতে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর কটুক্তি করায় এক শিক্ষিকা গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : করোনা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর বক্তব্য পোষ্ট করায় মোসাঃ ফেরদৌসি বেগম মিলি (৪০) নামে এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তথ্য ও প্রযুক্তি আইনের-২৫,২৯ ও ৩১ এর (ক) ধারার অভিযোগ এনে পুলিশ বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত ফেরদৌসি বেগম গলাচিপা উপজেলার কলাগাছিয়া সেকান্দার আলী ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক। বুধবার সকালে ওই শিক্ষিকার নিজ বাসভবন টাউন কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ জানান, গলাচিপা উপজেলার কলাগাছিয়া সেকান্দার আলী ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক ফেরদৌসি বেগম বুধবার (৮ এপ্রিল) তার ব্যবহৃত ফেসবুক আইডিতে করোনা পরিস্থিতি নিয়ে প্রধাণমন্ত্রী এবং আইডিসিআরের পরিচালক সেব্রিনা ফ্লোরাসহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নিয়ে কিছু আপত্তিকর বক্তব্য পোষ্ট করেন। যা বর্তমান প্রেক্ষাপটে সমাজে নেতিবাচক প্রভাব পড়ার আশংকা রয়েছে। তার এই বক্তব্যে সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত ও বিব্রত হয়ে তীব্র নিন্দা প্রকাশ করেন। এ ঘটনার পর পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ওই শিক্ষিকার বিরুদ্ধে ৮ এপ্রিল সদর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয় (মামলা নং-১৩/২০২০), ওই মামলার প্রেক্ষিতেই তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।