Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ২:০৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কলাপাড়ায় এক সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও মোবাইল ছিনতাই’র অভিযোগ 
Monday March 2, 2020 , 12:52 pm
Print this E-mail this

অভিযোগ পেয়েছি, আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে-মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম

পটুয়াখালীর কলাপাড়ায় এক সাংবাদিকের উপর হামলা, ক্যামেরা ও মোবাইল ছিনতাই’র অভিযোগ


নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা প্রেসক্লাব সভাপতি ও জিটিভি’র কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলাম’র ওপর হামলা চালিয়ে ক্যামেরা ও মোবাইল ছিনতাই করে নেয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মহিপুরের আমতলা এলাকায় হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মালেক আকনের ছেলে মহিপুর শ্রমিকলীগের সাবেক সভাপতি সোহাগ আকনসহ তার বাহিনীরা হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে সাংবাদিক মনিরের ছেলে শিহাব (১৭) ও তার ব্যবসার পরিচালক মনির খান। ছিনিয়ে নেয়া হয়েছে স্মার্ট ফোন ও ভিডিও ক্যামেরা। মনিরুল ইসলামকে গুরতর আহত অবস্থায় প্রথমে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে এ হামলার ঘটনায় তিব্র নিন্দা জ্ঞাপন ও হামলা কারীদের কঠোর বিচারের দাবী সহ অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন সকল সাংবাদিকবৃন্দ। আহত সাংবাদিক মনিরুল ইসলাম জানান, তার উপর হামলাকারী সোহাগ আকন ২০১৪ সালে নারী পর্যটকদের শ্লীলতাহানি, মারধরসহ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার হয়। ওই সময় সাংবাদিক মনিরুল ইসলাম সোহাগের ওই ঘটনায় সংবাদ পরিবেশন করায় তার উপর ক্ষিপ্ত হয়ে সোহাগ আকন বিভিন্ন সময়ে হয়রানি করে আসছে। সোহাগ আকন সাংবাদিক মনিরুল ইসলামের নিজস্ব ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিল। সাংবাদিক মনিরুল ইসলাম মহিপুর এলাকায় বালির ব্যবসা করেন। সম্প্রতি সোহাগ আকন মনিরুল ইসলামের ব্যবসার পরিচালক মনির খানের কাছে চাঁদা দাবি করেন। শনিবার রাত ৮ টার দিকে সাংবাদিক মনিরুল ইসলাম তার ছেলে শিহাব ও ব্যবসার পরিচালক মনির খানকে নিয়ে মহিপুর আমবাগান এলাকায় গেলে সোহাগ আকন তার দলবল নিয়ে মনির খানের উপরে হামলা চালিয়ে তার সাথে থাকা মোবাইল ও ক্যামেরা ছিনতাই করে নিয়ে যায়। শ্রমিকলীগের সাবেক সভাপতি সোহাগ আকন তার উপর আনীত সকল অভিযোগ অস্বীকার করেছেন। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, অভিযোগ পেয়েছি। আসামীদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

তীব্র নিন্দা ও বিচার সহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে – বরিশাল মুক্তখবর পরিবার




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার