Current Bangladesh Time
শনিবার এপ্রিল ২৭, ২০২৪ ৭:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি সিফাতের বাবা গ্রেফতার 
Tuesday February 25, 2020 , 10:58 am
Print this E-mail this

যৌতুক মামলায় দণ্ডপ্রাপ্ত মো: দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে

বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আসামি সিফাতের বাবা গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা মো: দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে বরগুনার ডিবি পুলিশ। স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বরগুনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ। সোমবার দুপুর দেড়টার দিকে বরগুনার সার্কিট হাউজ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ওসি হারুন-অর রশীদ বলেন, ২০১৮ সালে মো: দেলোয়ার হোসেনের বিরুদ্ধে যৌতুক আইনের ৪ ধারায় একটি মামলা করেন তার স্ত্রী মোছা: আজীবুন নাহার লিনা। বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি মামলাটি করেন। গত ১০ ফেব্রুয়ারি এ মামলার রায় দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো: হাফিজুর রহমান। রায়ে মো: দেলোয়ার হোসেনের পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায়ের আগ থেকেই পলাতক ছিলেন মো: দেলোয়ার হোসেন। পরে সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন বলেন, যৌতুক মামলায় দণ্ডপ্রাপ্ত মো: দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। তিনি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাতের বাবা।




Archives
Image
পিরোজপুরের কাউখালীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মো: চান মিয়ার শেষ বিদায়
Image
বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় কথিত যুবলীগ নেতা মাসুদ গ্রেফতার
Image
২৪ বছর পর কারামুক্ত ওলিউলকে বাঁচার স্বপ্ন দেখালেন বরিশাল জেলা প্রশাসক
Image
আবারও ক্যান্সারে মৃত্যু, বড়সড় জরিমানার মুখে ‘জনসন অ্যান্ড জনসন’
Image
অকালেই নিভে গেল শিশু সামিয়ার জীবন প্রদীপ