Current Bangladesh Time
বৃহস্পতিবার জানুয়ারি ২২, ২০২৬ ২:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল শেবাচিম হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন 
Tuesday April 30, 2019 , 11:56 am
Print this E-mail this

বরিশাল শেবাচিম হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর ডক্টরস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল পরিচালক ডা: মো: বাকির হোসেনকে প্রধান উপদেষ্টা করে মোট ১৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জেনারেল সার্জারী বহিঃবিভাগের আর এস ডা: সৌরভ সুতার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মেডিসিন বহিঃবিভাগের মেডিকেল অফিসার ডা: নুরুন্নবী তুহিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন নাক, কান ও গলা বহিঃবিভাগরে আর এস ডা: মেসবাহ্ উদ্দীন আহমেদ ও গাইনি বহিঃবিভাগরে আর এস ডা: কানিজ ফাতেমা মিলি। এছাড়া যুগ্ম সম্পাদক হয়েছেন মেডিকেল অফিসার ডা: রেজাওয়ানুর আলম ও ডা: নাফিজ আহসান, সাংগঠনিক সম্পাদক মেডিকেল অফিসার ডা: মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মেডিকেল অফিসার ডা: সালহ্-আল-দ্বীন বিন নাসির, সাংস্কৃতিক সম্পাদক মেডিকেল অফিসার ডা: মানসী বৈদ্য, প্রচার সম্পাদক মেডিকেল অফিসার ডা: এস এম এন জাকিয়া ও ওয়ার্কশপ ও সেমিনার বিষয়ক সম্পাদক মেডিকেল অফিসার ডা: ফারিয়া নাজ। পাশাপাশি কমিটির উপদেষ্টাদের মধ্যে রয়েছেন মেডিসিন বহিঃবিভাগের আর পি ডা: শাহ মো: ফজলে রহমান খান, শিশু বহিঃবিভাগের আর পি ডা: ফায়জুল হক পনির ও অর্থ-ট্রমাটোলজি বহিঃবিভাগের আর এস ডা: মো: মনিরুজ্জামান।




Archives
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন
Image
আওয়ামী লীগের যারা অপরাধ করেনি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের : ফয়জুল করীম
Image
বরিশালের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ
Image
পিরোজপুরের কাউখালী-স্বরূপকাঠি সড়কের বেইলি ব্রিজ এখন মরণফাঁদ