Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯ দিনেও উদ্ধার হয়নি পটুয়াখালীর এ্যানি আক্তার 
Sunday February 2, 2020 , 11:48 am
Print this E-mail this

৯ দিনেও উদ্ধার হয়নি পটুয়াখালীর এ্যানি আক্তার


নিজস্ব প্রতিবেদক : ৯ দিনেও উদ্ধার হয়নি পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থী এ্যানি আক্তার (১৪)। এর প্রতিবাদে মানববন্ধন করেছে তার সহপাঠী শিক্ষার্থীরা। বুধবার দুপুরে ধানখালী ইউনিয়নের লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানববন্ধন করে তারা। এসময় বক্তব্য রাখেন অপহৃত শিক্ষার্থীর পিতা রাজিব মৃধা, লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা লায়লা, ইউপি মেম্বার রাসেল মৃধা, দশম শ্রেনীর শিক্ষার্থী তানজিলা, কবিতা ও আহসান দুয়ারী প্রমুখ। বক্তারা ওই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে, অপহৃতা শিক্ষার্থী এ্যানি লোন্দা হাফিজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের এসএস সি পরিক্ষার্থী। সে ২০ জানুয়ারী প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরন হয়। চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছে ওই শিক্ষার্থীর পরিবার। এ্যানির পিতা রাজিব মৃধা জানান, স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই মেয়েকে উত্ত্যক্ত করতো একই এলাকার রুবেল ও তার সহযোগীরা। এ বিষয়টি রুবেলের পরিবারকে জানানো হলে ক্ষুদ্ধ হয়ে রুবেল ২০ জানুয়ারি এ্যানিকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। তার পিতা আরো বলেন কদিন বাদেই মেয়ের এসএসসি পরিক্ষা এ অবস্থায় মেয়ে কোথায়, কীভাবে আছে জানেন না। মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করা হয়েছে। মামলার দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত শিক্ষার্থী এনিকে উদ্ধারের চেষ্টা চলছে।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!