Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৬:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৮৫০ টাকায় চট্টগ্রামে এবার পর্যটকদের জন্য ‘ফুল ডে ট্যুর’ 
Friday June 30, 2023 , 7:31 pm
Print this E-mail this

পর্যটক ও ভ্রমণপিপাসু দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই সার্ভিস

৮৫০ টাকায় চট্টগ্রামে এবার পর্যটকদের জন্য ‘ফুল ডে ট্যুর’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পর্যটকদের জন্য চট্টগ্রামে এবার চালু হচ্ছে ‘ফুল ডে ট্যুর’ সার্ভিস। শনিবার (১ জুলাই) থেকে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির সহায়তায় পর্যটকদের জন্য এই সার্ভিস চালু হচ্ছে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগরী চট্টগ্রাম দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এলাকা হিসেবে সুপরিচিত। চট্টগ্রামে অবস্থিত দর্শনীয় স্থানের মধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, সীতাকুণ্ড ইকো-পার্ক, গুলিয়াখালী সী-বিচ ও মহামায়া লেক অন্যতম। এসব দর্শনীয় এবং দৃষ্টিনন্দন পর্যটন স্পটগুলো ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। এসব পর্যটন স্পটে পর্যটকদের যাতায়াত সহজতর করা এবং চট্টগ্রামের পর্যটনশিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন, চট্টগ্রামের ব্যবস্থাপনায় ১ জুলাই থেকে প্রতি শুক্রবার ও শনিবার ফুল ডে ট্যুর সার্ভিস চালু করা হচ্ছে। জেলা প্রশাসন, চট্টগ্রামের উদ্যোগে গত ১০ জুন থেকে নিউমার্কেট হতে পতেঙ্গা পর্যন্ত পর্যটকদের জন্য বিআরটিসির ডাবল ডেকার (একটি ছাদখোলা) বাস সার্ভিস চালু করা হয়েছে। এরই মধ্যে এই বাস সার্ভিস পর্যটক ও ভ্রমণপিপাসু দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যটকদের চাহিদা মেটানোর লক্ষে নিউমার্কেট হতে পতেঙ্গা রুটে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে দুটি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে।এছাড়া, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পতেঙ্গা ও ডিসি পার্কগামী পর্যটক বাস সার্ভিসে আজ (শুক্রবার) ও আগামীকাল (শনিবার) জন্য নিউমার্কেট রুটের পাশাপাশি চকবাজার ও বহদ্দারহাট থেকে ২ টি করে ৪ টি অতিরিক্ত বাস সংযোজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের সাপ্তাহিক ছুটির দিনগুলো আনন্দময় করার লক্ষ্যে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ফুল ডে ট্যুর সার্ভিসটি চালু হয়েছে। এই ট্যুর সার্ভিসের মাধ্যেমে প্রাথমিকভাবে পর্যটকগণ সীতাকুণ্ড ইকোপার্ক (সুপ্তধারা ও সহস্রধারা ঝর্ণা), গুলিয়াখালী সমুদ্র সৈকত, মহামায়া লেক এবং ডিসি পার্কে ভ্রমণ করতে পারবেন। আগামীকাল থেকে ৪ মাইক্রোবাস নিয়ে ওই ফুল ডে ট্যুর সার্ভিসের যাত্রা শুরু হচ্ছে। জনপ্রতি মাত্র ৮৫০ টাকার ফুল ডে ট্যুর প্যাকেজের মাধ্যমে আগামী ১ জুলাই হতে ভ্রমণপিপাসুগণ সৌন্দর্যমন্ডিত চট্টগ্রামের চারটি দর্শনীয় স্থান ঘুরে আসতে পারবেন। ওই ফুল ডে ট্যুর সার্ভিসটি প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার চালু থাকবে। ফুল ডে ট্যুর সার্ভিসের মাইক্রো-বাসগুলো চট্টগ্রামের শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডের মোটেল সৈকতের সামনে থেকে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল সাড়ে আটটায় যাত্রা শুরু করবে ও সন্ধ্যা সাড়ে ছয়টার মধ্যে মোটেল সৈকতের সামনে ফিরে আসবে। প্যাকেজটিতে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস সার্ভিসের পাশাপাশি সকালের স্ন্যাকস (নাশতা), দুপুরের খাবার, সার্বক্ষণিক ট্যুর গাইডের সুবিধা থাকবে। চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানিয়েছেন, ধীরে ধীরে ফুল ডে ট্যুর সার্ভিসের পরিসর আরও বাড়ানো হবে।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু