Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৬, ২০২৫ ৩:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৮৩.৯৭% ইভিএম এর বিপক্ষে 
Friday September 7, 2018 , 5:56 pm
Print this E-mail this

বিএনপি আর তার মিত্ররা শুরু থেকেই ইভিএম এর বিপক্ষে

৮৩.৯৭% ইভিএম এর বিপক্ষে


জিল্লুর রহমান : আওয়ামী লীগ চাইছিলো আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার করা হোক। নির্বাচন কমিশনও একরকম অনড় ছিলো কিছু আসনে এই পদ্ধতি ব্যবহার করতে। তবে কমিশনের সবাই যে এই বিষয়ে একমত নন, তাতো আমাদের জানাই ছিলো। বিএনপি আর তার মিত্ররা শুরু থেকেই ইভিএম এর বিপক্ষে। বিএনপিকে পছন্দ করেন না এমন অনেকেরও আপত্তি আছে ইভিএম ব্যবহারে। তবে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী যখন যৌক্তিকভাবেই বললেন ইভিএম নিয়ে তাড়াহুড়োর কিছু নেই, কিছু যায়গায় পরীক্ষামূলকভাবে দেখা যেতে পারে – কার্যকর না হলে বাদ দেয়া যেতে পারে; তখনই নির্বাচন কমিশনের সুর নরম হয়ে এলো। এখন তারা বলছেন সরকার এবং রাজনৈতিক দলগুলোর ইচ্ছার ওপরই সব নির্ভর করবে। প্রধানমন্ত্রী অবশ্য এও বলেছেন যে, তথ্য প্রযুক্তির এই সময়ে আমাদের নানা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতেই হবে। সবাই নিজ নিজ অবস্থান থেকে কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষ কি ভাবছেন? সেটি বোঝার জন্যই গত শুক্রবার বিকেল থেকে আজ বিকেল পর্যন্ত পুরো এক সপ্তাহ অর্থাৎ ১৬৮ ঘন্টা ফেসবুকে আমার অ্যাকাউন্ট এবং পেইজ থেকে একটি জরিপ চালাই। জানতে চেয়েছিলাম, আপনি কি আগামী নির্বাচনে ইভিএম চান? জরিপে অংশ নিয়ে ভোট দিয়েছেন মোট ৫২১৪ জন। জনগণ ইভিএম -এর বিপক্ষে এটা স্পষ্ট। ৪৩৭৮ জন বলেছেন তাঁরা ইভিএম চান না, অর্থাৎ জরিপে অংশগ্রহণকারীদের ৮৩.৯৭% ইভিএম এর বিপক্ষে। তবে পক্ষেও মানুষ আছেন। শতকরা হিসেবে তাঁদের সংখ্যা ১৬.০৩ ভাগ। ইভিএম ব্যবহারের পক্ষে ভোট দিয়েছেন ৮৩৬ জন। শুধু পক্ষে বিপক্ষে ভোট দিয়েই সবাই ক্ষান্ত হননি, অনেকেই নানা মন্তব্য আর পরামর্শও রেখেছেন ওই ষ্ট্যাটাসগুলোতে। আপনি দেখতে চাইলে আমার টাইমলাইন বা ফেসবুক পেইজ ঘুরে আসতে পারেন। যারা গত সাতদিন লাইক দিয়ে আর শেয়ার করে এই জরিপকে জীবন্ত রেখেছেন তাদের ধন্যবাদ। তবে সব শেষে এই প্রশ্ন থেকেই যাবে, বাংলাদেশের জনগণ কি এখনও সিদ্ধান্ত গ্রহণ করবার ক্ষমতা রাখে?

সূত্র : আমাদের সময়.কম




Archives
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
Image
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় নিজাম গ্রেফতার
Image
বরিশালের চরমোনাইতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চাঁদেরহাট স্পোর্টস ক্লাব’