Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২ কোটি টাকা ব্যয়ে মসজিদ বানালেন নায়িকা রোজিনা 
Friday April 1, 2022 , 8:14 pm
Print this E-mail this

রোজিনা বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে

২ কোটি টাকা ব্যয়ে মসজিদ বানালেন নায়িকা রোজিনা


মুক্তখবর বিনোদন ডেস্ক : আশির দশকের ঢালিউডের জনপ্রিয় নায়িকা রোজিনা। বাংলা চলচ্চিত্রে একের পর এক উপহার দিয়েছেন সুপারহিট সিনেমা। গুণী এই নায়িকার শৈশব-কৈশোরে বেড়ে উঠেছেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায়। শৈশবের স্মৃতি বিজড়িত গোয়ালন্দ পৌরসভার ৫নং ওয়ার্ডে পৌনে ২ কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি করেছেন তিনি। তুরস্কের নকশায় করা মসজিদটির নাম দিয়েছেন তিনি নিজের মায়ের নামে-‘দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ’। টানা দুই বছরে নির্মাণকাজ শেষ করে শুক্রবার (১ এপ্রিল) জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে এ মসজিদের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বাংলা চলচিত্রের অন্যতম নায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, সাবেক মেয়র শেখ মো. নিজাম প্রমুখ। এ ছাড়া ঢাকাই চলচিত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদ নির্মাণ প্রসঙ্গে নায়িকা রোজিনা বলেন, ‘জন্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে। শত ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। তারপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে দৃষ্টিনন্দন মায়ের নামে মসজিদটি নির্মাণ করছি।’ তিনি আরও বলেন, এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তাও আছে। সকলের সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করব।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
ভোরের চেতনা বরিশাল অফিস উদ্বোধন