Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে ধরা 
Wednesday January 31, 2024 , 12:26 pm
Print this E-mail this

র‌্যাব-৮ অভিযান, গ্রেপ্তার করে থানায় পুলিশের কাছে হস্তান্তর

১ বছরের সাজা এড়াতে ২৭ বছর পলাতক, অবশেষে ধরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : এক বছরের সাজা এড়াতে ২৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে গ্রেপ্তার হলেন ঝালকাঠির নলছিটির আলমগীর হোসেন (৫৯) নামের এক আসামি। মঙ্গলবার (জানুয়ারি ৩০) দিবাগত রাতে বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। বুধবার (জানুয়ারি ৩১) বেলা সাড়ে ১১টায় বরিশাল র‌্যাব-৮’র সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপ-পরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া আলমগীর হোসেন নলছিটি উপজেলার রাজাবাড়িয়া এলাকার মৃত হাজী মানিক শাহ শরীফের ছেলে। জানা গেছে, ১৯৯৬ সালে ঝালকাঠি আদালতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনের একটি মামলা হয়। যার মামলা নম্বর : সিআর-৬৬১/৯৬ (নলছিটি)। পরে ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে তিনি প্রবাসে গিয়ে ২৭ বছর পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি ওয়ারেন্ট জারি করেন। ২৭ বছর পলাতক থাকার পর ৯ মাস আগে দেশে ফিরে আত্মগোপনে চলে যান। পরে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নলছিটি থানায় পুলিশের কাছে হস্তান্তর করে।




Archives
Image
কাচ্চি ভাই রেস্টুরেন্টের মালিক সোহেল সিরাজ ২ দিনের রিমান্ডে
Image
কীর্তনখোলা নদী কিনেছে সামিট বরিশাল পাওয়ার লিমিটেড!
Image
বরগুনার তালতলীতে তিন চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গণধর্ষণের মামলা
Image
বৃষ্টি ও ধান কাটার মৌসুম হওয়ায় ভোটার উপস্থিতি কম : সিইসি
Image
বরিশালের দুই উপজেলায় চলছে ভোটগ্রহণ