Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হেলেনার ফোনালাপ ফাঁস : ‘৫ লাখ দিলে ব্যুরো চিফ বানিয়ে দেব’! 
Monday August 2, 2021 , 4:58 pm
Print this E-mail this

প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে কথা বলতে শোনা গেছে ঐ ফোনালাপে

হেলেনার ফোনালাপ ফাঁস : ‘৫ লাখ দিলে ব্যুরো চিফ বানিয়ে দেব’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তাকে তার জয়যাত্রা টিভির নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে কথা বলতে শোনা গেছে।

ওই ফোনালাপের একটি অংশে মালয়েশিয়া প্রবাসী মেহেদী নামে একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়ার বিষয়ে হেলেনা জাহাঙ্গীর তার ব্যক্তিগত সহকারীকে বলেন, ‘মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।’ অন্য প্রান্ত থেকে পিএস বলছিলেন, ‘আজকে কি কল করেছিল ম্যাম?’ হেলেনা বলছিলেন, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা?’ অন্য প্রান্তের ব্যক্তি বলেন, ‘পারভেজের কথা কী বলে?’ হেলেনা বলেন, ‘ওর কথা বাদ। তুমি বলো মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দেব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কি, আমাকে দিয়েন না। অফিসকে দেন।’ এদিকে হেলেনার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। এর আগে র‌্যাব বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করে। এরপর আদালত ওই মামলায় হেলেনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।




Archives
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও