Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩, ২০২৫ ৮:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হলিউড-বলিউড ছাড়িয়ে শীর্ষে শাকিব খানের ‘তুফান’! 
Friday December 27, 2024 , 5:11 pm
Print this E-mail this

সিনেমাটিতে এই অভিনেতাকে দ্বৈত ভূমিকায় দেখা গেছে

হলিউড-বলিউড ছাড়িয়ে শীর্ষে শাকিব খানের ‘তুফান’!


মুক্তখবর বিনোদন ডেস্ক : চলতি বছর হলিউড-বলিউডের ব্লকবাস্টার সিনেমাগুলোকে ছাড়িয়ে সফল ১০ সিনেমার তালিকায় এক নম্বরে উঠে এলো শাকিব খানের ‘তুফান’! এ তালিকায় আরও স্থান পেয়েছে এই অভিনেতার ‘রাজকুমার’ ও ‘দরদ’। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে চলতি বছরের হিসাব শেষে এই তালিকাটি প্রকাশ করেছে দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বছরজুড়ে তাদের মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউড, বলিউড ও ঢালিউডের ছবি। সেখান থেকে টিকিট বিক্রির বিচারে বছরের সেরা ১০টি সিনেমার তালিকা করেছে স্টার কর্তৃপক্ষ।তালিকায় প্রথমে রয়েছে তুফান। এরপর পর্যায়ক্রমে স্থান পেয়েছে-ডেডপুল অ্যান্ড উলভারিন, ডাংকি, গডজিলা ও কং, ক্রু, মোয়ানা ২, ভেনম, কুং ফু পান্ডা ৪, রাজুকমার এবং দরদ। হিসাব মতে, ২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া দেশি-বিদেশি সিনেমাগুলোর মধ্যে সেরা দশে স্থান পাওয়া তিনটি সিনেমা বাংলাদেশের, পাঁচটি হলিউডের এবং দুটি বলিউডের! প্রসঙ্গত, শাকিব খান অভিনীত ‘তুফান’ চলতি বছরের ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল। রায়হান রাফী পরিচালিত সিনেমাটিতে এই অভিনেতাকে দ্বৈত ভূমিকায় দেখা গেছে। তার বিপরীতে ছিলেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, শহিদুজ্জামান সেলিমসহ অনেকেই।




Archives
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!
Image
আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা উইথড্র’র কোনও সম্ভাবনা নেই : ড. আসিফ নজরুল
Image
বরিশাল-২ আসনে আলোচনায় সেই অভি
Image
সাংবাদিকদের ওপর হামলা : বরিশাল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
Image
পাচারের অর্থ গচ্ছিত রেখে অপরাধে শরিক না হওয়ার আহ্বান, জাতিসংঘে ড. ইউনূস