Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৯:১৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাত ধাপ পেরিয়ে কনস্টেবল পদে নিয়োগ গেলেন তিন হাজার জন 
Saturday November 27, 2021 , 8:32 pm
Print this E-mail this

কোনও তদবির বা অর্থ ছাড়া এ চাকরি, জনপ্রতি নেওয়া হয়েছে ১৩৩ টাকা ফি

সাত ধাপ পেরিয়ে কনস্টেবল পদে নিয়োগ গেলেন তিন হাজার জন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কনস্টেবল পদে চূড়ান্ত নিয়োগ পেয়েছে তিন হাজার নারী ও পুরুষ। মেধা ও শারীরিক সক্ষমতা বিবেচনায় যোগ্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। রবিবার (২৭ নভেম্বর) পুলিশ সদর দফতরের মিডিয়া শাখার এআইজি মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিনি জানান, তিন হাজার শূন্য পদের বিপরীতে আবেদনকারী ছিল ৩ লাখ ৩৮ হাজার ৫৩৪ জন। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন ১ লাখ ১৭ হাজার ৬৮ জন। শারীরিক সক্ষমতা যাচাই শেষে ২৩ হাজার ৬৯৭ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ ৭ হাজার ৪০০ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত নিয়োগ পেয়েছেন ৩ হাজার। এবারের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় নিম্নবিত্ত পরিবারের যেমন: দিনমজুর, কৃষক, ভ্যানচালকের সন্তানরাই চাকরি পেয়েছেন। কোনও তদবির বা অর্থ ছাড়া এ চাকরি যাদের কাছে ছিল স্বপ্নের মতো। জনপ্রতি নেওয়া হয়েছে ১৩৩ টাকা ফি। চাকরি পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি অনেকে। দেশের ৬৪ জেলাতেই আবেগঘন দৃশ্য চোখে পড়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। পিআরবি পরিবর্তনের মাধ্যমে মেধা ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল পদে সাতটি ধাপে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে রয়েছে প্রাথমিক বাছাই, দ্বিতীয় ধাপে শারিরীক মাপ এবং ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট, তৃতীয় ধাপে লিখিত পরীক্ষা, চতুর্থ ধাপে মনস্তাত্বিক ও মৌখিক পরীক্ষা, পঞ্চম ধাপে প্রাথমিক নির্বাচন, ৬ষ্ঠ ধাপে পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং সপ্তম ও সর্বশেষ ধাপে প্রশিক্ষণে অন্তর্ভুক্তকরণ। শারীরিক সক্ষমতা ৭টি ইভেন্টের মধ্য দিয়ে যাচাই করা হয়েছে। যার মধ্যে ছিল দৌড়, পুশ আপ, লং জাম্প, হাইজাম্প, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং।




Archives
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও