Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ৮:৩৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাগরে ড্রেজার ডুবি : উদ্ধার ১, নিখোঁজ ৭ 
Tuesday October 25, 2022 , 10:18 pm
Print this E-mail this

উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা

সাগরে ড্রেজার ডুবি : উদ্ধার ১, নিখোঁজ ৭


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের মিরসরাইয়ে নিখোঁজ শ্রমিকদের মধ্যে জাহিদ বারী নামে একজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটানায় এখনও আরও ৭জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে তাকে উদ্ধার করে স্থানীয়রা। এদিকে ডুবুরি দল উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এছাড়া রাত পৌনে ৮টা পর্যন্ত ঊদ্ধার অভিযানে নিখোঁজ আরও ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (২৬ অক্টোবর) সকাল থেকে যথারীতি উদ্ধার কাজ ফের শুরু করা হবে। তবে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা দুর্ঘটনা কবলিত ড্রেজার ট্রাকবোট দিয়ে কূলে ভেড়ানোর চেষ্টা করছে বলে জানান মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান। নিখোঁজ শ্রমিক ইমাম মোল্লা ও শাহিন মোল্লার ভাই এনায়েত মোল্লা জানান, সোমবার রাত ১০টার দিকে আমার দুই ভাইসহ আমাদের একই এলাকার আট জন শ্রমিক ড্রেজার ডুবিতে নিখোঁজ হয়েছেন। সকালে আমি ঘটনাস্থলে পৌঁছাই। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলেও এখনও উদ্ধার তৎপরতা চোখে পড়েনি। তিনি বলেন, আমরা নিখোঁজ আটজনের দেহ দেখতে চাই। জীবিত না হলেও লাশ যেন পাই।এদিকে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য এভাবেই আকুল আবেদন জানান স্বজনরা। ঘটনাস্থলে আসা কয়েকজন স্বজন জানান, নিখোঁজ সব শ্রমিকের বাড়ি পটুয়াখালী জেলার পটুয়াখালী সদরের চরজোন ইউনিয়নে। তারা বঙ্গবন্ধু শিল্পনগরের বেপজা ও একটি কোম্পানির বালু সরবরাহ করতে সাগরে ড্রেজারে কাজ করতেন। সোমবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে নিখোঁজ হওয়ার পর এখনও ৭ জন শ্রমিকের সন্ধান মেলেনি। তারা সবাই সাগরের মধ্যে রাখা বালু উত্তোলনের ড্রেজারে অবস্থান করছিলেন। জানা গেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরের জোয়ারের পানির উচ্চতা বাড়ার পাশাপাশি ঝড়ো হাওয়ায় ওই স্থানে রাখা বালু উত্তোলনের ড্রেজার মেশিন সৈকত-২ পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। ড্রেজারে অবস্থানরত শ্রমিক শাহীন মোল্লা (৩৮), ড্রেজার চালক ইমাম মোল্লা (৩২), মাহমুদ মোল্লা (৩২), আলামিন (২১), তারেক, আবুল বশর (৪৫) ও অজ্ঞাতপরিচয় দু’জন নিখোঁজ হন। বালু উত্তোলনের কাজে নিয়োজিত ড্রেজারে থাকা শ্রমিক আব্দুস সালাম বলেন, ড্রেজারে আমিসহ নয়জন শ্রমিক ছিলাম। প্রাকৃতিক দুর্যোগের কথা শুনে সন্ধ্যা অনুমান ৭টার দিকে আমি ড্রেজার থেকে নেমে নিরাপদ স্থানে চলে আসি। বাকিরা ড্রেজারেই অবস্থান করছিলেন। ড্রেজার ম্যানেজার রেজাউল করিম জানান, ঘটনাস্থলে আরও ছয়টি ড্রেজার রাখা ছিল। সতর্কতা সংকেত পেয়ে কয়েকটি ড্রেজারের শ্রমিক নিরাপদ স্থানে চলে গেলেও দুর্ঘটনা কবলিত ড্রেজারের আট শ্রমিক নিরাপদ আশ্রয়ে যাননি। সাহেরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী বলেন, আমার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বালু উত্তোলন কাজে নিয়োজত একটি ড্রেজারের আট শ্রমিক নিখোঁজ হওয়ার বিষয়টি শুনেছি। সোমবার বিকেলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সবাইকে সতর্ক অবস্থানে চলে যেতে মাইকিং করা হয়েছে। তারপরও তারা কেন নিরাপদ আশ্রয়ে গেলো না তা বুঝতে পারছি না।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু