ভারতের অন্ধ্রপ্রদেশে সাইকেল কেনার জন্য জমানো টাকা করোনা তহবিলে দিল যে শিশু
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ অনেকে। সেখানকার এক মন্ত্রী জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার চার বছরের খুদে এক শিশু করোনা ভাইরাসের মোকাবিলায় গঠিত মুখ্যমন্ত্রীর তহবিলে জমা দিল ৯৭১ টাকা। একটা বাই সাইকেল কেনার জন্য এই টাকা জমিয়েছিল একরত্তি হেমন্ত। কিন্তু সঙ্কটের এমন অবস্থায় সেই টাকা পুরোটাই অবলীলায় সে দিয়ে দিল মুখ্যমন্ত্রীর তহবিলে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির অফিসে রাজ্যের মন্ত্রী পের্নি ভেঙ্কটরামাইয়ার হাতে সেই টাকা তুলে দেয় সে। ছোট্ট ছেলের এমন কাণ্ড দেখে মুগ্ধ মন্ত্রীমশাই। তিনি জানিয়েছেন, তিনি হেমন্তকে বাইসাইকেল কিনে দেবেন। যে বাইসাইকেল না কিনে তহবিলে টাকা জমা দিয়েছে হেমন্ত। ভারতের করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪,৪২১-এ। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মারা গিয়েছেন ১১৭ জন।