Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ২:২৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সম্প্রতি নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে-মানবাধিকার কমিশন 
Monday January 13, 2020 , 1:16 pm
Print this E-mail this

সম্প্রতি নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে-মানবাধিকার কমিশন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সম্প্রতি নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণের চিত্র ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। তিনি বলেছেন, ‘চলাচলের সকল পথে নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে নারীর ক্ষমতায়নে বিরূপ প্রভাবসহ বহির্বিশ্বে বাংলাদেশের অর্জিত সাফল্য ধরে রাখা কষ্টকর হয়ে পড়বে।’ রোববার জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। নাছিমা বেগম বলেন, ‘সাম্প্রতিক সময়ে নারী শিশুর প্রতি সহিংসতা এবং ধর্ষণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।’ তিনি বলেন করেন, ‘সামাজিক অস্থিরতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের সংখ্যা দিন দিন ‍বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হলেও ধর্ষণের এই ঘটনা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকলের মাঝে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।’ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তদের প্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে সোপর্দ এবং যথাযথ প্রতিক্রিয়া তদন্ত সম্পন্ন করে মামলার দ্রুত নিষ্পত্তির মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।’ এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করার পাশাপাশি নারীর চলাচল নিরাপদ করার লক্ষ্যে পণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপনের কার্যকর পদক্ষেপ গ্রহণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং পরিবহন মালিক সমিতিকে আহ্বান জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু