Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ২:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সবাইকে কাদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বরিশালের কাজী রানা, শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন 
Saturday February 1, 2020 , 8:08 pm
Print this E-mail this

সবাইকে কাদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন বরিশালের কাজী রানা, শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন


নিজস্ব প্রতিবেদক : সবাইকে কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও মেহেরুন্নেসা বেগমের মেঝ পুত্র দৈনিক আজকের বার্তার নির্বাহী সম্পাদক শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য কাজী আনোয়ার পাভেজ রানা (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। কাজী রানা জেলা শ্রমিকলীগের সভাপতি শাহাজাহান হাওলাদারের জামাতা। শুক্রবার (১ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। মৃত্যুকালে কাজী আনোয়ার পারভেজ রানা স্ত্রী, বাবা-মা ও ২ ভাইসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন। শনিবার বাদ যোহর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা কাজী বাড়ি মাদ্রাসা প্রাঙ্গনে হাজারো মানুষের অংশগ্রহণে জানাজা নামাজ শেষে গড়িয়ার পাড়ের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এসময় পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, শুভাকাঙ্খী এবং সহকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সদালাপী, হাস্যোজ্জ্বল, সবার প্রিয়মুখ সাংবাদিক কাজী আনোয়ার পারভেজ রানার অকাল ইন্তেকালে শোকস্তব্ধ বরিশাল মহানগরী। জানাজার পূর্বে কাজী রানার পিতা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুল বলেন, সরল মনের অধিকারী রানা সকল মানুষের কাছে যে কতটা প্রিয় ছিল আজ এখানে আপনাদের উপস্থিতিই তা প্রমাণ করে। ছেলেকে নিয়ে আমি গর্বিত, গর্বিত তার পিতা হিসেবে। তিনি বলেন, রানা ছিল খুবই মিশুক প্রকৃতির। সে একেবারেই সাদাসিধে জীবনযাপন করত। আমি জানি আমার মত আপনারাও তাঁকে ভালোবাসতেন। আর সেকারণেই তাঁর জানাজায় এত মানুষ শরিক হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন। এসময় মরহুম কাজী রানার বড় ভাই দৈনিক আজকের বার্তার উপদেষ্টা সম্পাদক কাজী আবদুল্লাহ আল রাসেল এবং ছোটভাই কাজী আবদুল্লাহ-আল রাব্বি উপস্থিত ছিলেন। জানাজায় আওয়ামী লীগ, বিএনপি, জাতিয় পার্টি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ বরিশালের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন এবং বরিশালের স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। এদিকে ইন্তেকালের সংবাদ শুনে সকাল থেকেই মরহুমের বাসভবনে জড়ো হতে থাকেন দীর্ঘদিনের সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা। এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন। কাজী রানার এই অকাল প্রয়াণ যেন মেনে নিতে পারছিলেন না তারা। টগবগে প্রাণোচ্ছল হৃদয়বান এই যুবককে হারিয়ে শোকে স্তব্ধ পুরো সাংবাদিক অঙ্গন।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২