Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৫, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রিফাতের হত্যাকারী টিকটক হৃদয় ও অলি গ্রেফতার 
Monday July 1, 2019 , 1:16 pm
Print this E-mail this

রিফাতের হত্যাকারী টিকটক হৃদয় ও অলি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় টিকটক হৃদয় (২১) ও অলিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার ৩০ জুন রাতে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে অলি মামলার ১১ ও হৃদয় ১২ নম্বর আসামী। এ নিয়ে মামলার এজাহারভুক্ত চারজন এবং সন্দেহভাজন হিসেবে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামীরা হলেন-৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি মো: হাসান, ১১ নম্বর আসামি অলি ও ১২ নম্বর আসামি টিকটক হৃদয়। এছাড়া হত্যকারী সন্দেহে তানভীর, নাজমুল হাসান, মো: সাগর ও কামরুর হাসান সাইমুনকে গ্রেফতার করা হয়। বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তদন্তের স্বার্থে কখন কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে তা বলতে রাজি হননি পুলিশ সুপার। জানাগেছে, রিফাত শরীফ হত্যার ঘটনায় তার বাবা ১২ জনকে আসামি করে মামলা করেন। মামলায় পাঁচজনকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়। মামলার আসামিরা হলেন-সাব্বির আহমেদ নয়ন (২৫), মো: রিফাত ফরাজী (২৩), মো: রিশান ফরাজী (২০), চন্দন (২১), মো: মুসা, মো: রাব্বি আকন (১৯), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রায়হান (১৯), মো: হাসান (১৯), রিফাত (২০), অলি (২২) ও টিকটক হৃদয় (২১)। গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে শত শত লোকের উপস্থিতিতে স্ত্রীর সামনে শাহ নেয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রিফাত শরীফের বাড়ি বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামে। তার বাবার নাম আ: হালিম দুলাল শরীফ। মা-বাবার একমাত্র সন্তান ছিলেন রিফাত। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে নয়নের নেতৃত্বে সন্ত্রাসীরা রিফাতকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে যায়। এ সময় বারবার সন্ত্রাসীদের হাত থেকে স্বামীকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হন স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। একপর্যায়ে গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টায় তাঁর মৃত্যু হয়। হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়।




Archives
Image
রাজধানীর ধানমন্ডি লেক থেকে যুবকের লাশ উদ্ধার
Image
তোফায়েল আহমেদের অবস্থা সংকটাপন্ন
Image
অক্টোবরে আসছে বাম দলগুলোর নতুন জোট
Image
বরিশাল জেলা বিএনপির বিবৃতির বিষয়ে যা বললেন আবু নাসের রহমাতুল্লাহ
Image
সন্ত্রাস-দুর্নীতিমুক্ত দেশ গড়তে তারেক রহমানের ৩১ দফার বিকল্প নেই-রহমাতুল্লাহ