Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৫:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাস্তায় সন্তান প্রসব, ভারসাম্যহীন নারীর পাশে উপজেলা প্রশাসন 
Saturday October 16, 2021 , 11:59 pm
Print this E-mail this

ভূমিষ্ঠ হওয়া শিশুটির নাম রেখেছি ‘প্রিয়ন্তী’-উপজেলা নির্বাহী অফিসার

রাস্তায় সন্তান প্রসব, ভারসাম্যহীন নারীর পাশে উপজেলা প্রশাসন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হঠাৎ প্রসব ব্যথা, সইতে না পেরে সড়কের পাশেই সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন এক নারী। তার কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাশিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভিড়। তবে সন্তানকে নিয়ে যাওয়ার জায়গা নেই তার। উদ্বাস্তু ও কিছুটা মানসিক ভারসাম্যহীন ওই নারীর নেই স্বজন, কিংবা পরিবার। এমনই অবস্থায় একবার কন্যা আরেকবার জড়ো হওয়া লোকজনের দিকে করুণ চোখে তাকাচ্ছিলেন তিনি। এর মাঝেই দিনের আলো ফুরিয়ে ঘোর অন্ধকার নামছে চারদিকে। তবে এ সময় নিরুপায় ওই নারীর জন্য দেখা দিলো আশার আলো। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নবজাতক ও মায়ের পাশে দাঁড়ালো উপজেলা প্রশাসন। রাস্তা থেকে মা ও শিশুকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। শেষ পর্যন্ত শিশুকে নিয়ে রাস্তায় থাকতে হয়নি ওই নারীকে। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাস সড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কিছুটা মানসিক ভারসাম্যহীন ও উদ্বাস্তু ওই নারী (৩০) ছনবাড়ি ও শ্রীনগরের বিভিন্ন এলাকায় প্রায় ঘোরাঘুরি করতেন। শনিবার সন্ধ্যায় হঠাৎ তার প্রসব ব্যাথা উঠলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি আন্ডারপাস সড়কে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এ সময় সড়কে উৎসুক জনতা ওই নারীকে সহায়তার জন্য এগিয়ে আসলেও কারও কথা শুনছিলেন না তিনি। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব ঘোষ।

পরে তিনি সমাজসেবা অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে শিশু ও মাকে রাস্তা থেকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। উপজেলা প্রশাসন থেকে সরবরাহ করা হয় খাদ্য ও পোশাক। বর্তমানে মা ও শিশু সুস্থ আছেন বলে জানান উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। তিনি বলেন, সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মানবিকবোধ ও দায়িত্ব থেকে মা-শিশুর পাশে দাঁড়ায় উপজেলা প্রশাসন। ভর্তির পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তারা। মা ও নবজাতকের জন্য উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহায়তা করা হবে। ভূমিষ্ঠ হওয়া শিশুটির নাম রেখেছি ‘প্রিয়ন্তী’।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল