Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর কাকরাইলে সংঘর্ষ : আহত ৫ পুলিশ, আটক ৩ 
Friday October 15, 2021 , 3:25 pm
Print this E-mail this

পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ, সাংবাদিকসহ কয়েকজন আহত

রাজধানীর কাকরাইলে সংঘর্ষ : আহত ৫ পুলিশ, আটক ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাকরাইল মোড়ে দায়িত্বরত পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেসময় ৫ পুলিশ সদস্য আহত হন এবং ৩ মিছিলকারীকে আটক করা হয়। শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল নিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশের সঙ্গে তাদের এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা ডিভিশনের উপকমিশনার সাজ্জাদ হোসেন বলেন, ‘সংঘর্ষে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। ৩ মিছিলকারীকে আটক করা হয়েছে।’

জানা গেছে, মিছিলকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়ে। মিছিলকারীরা তখন আশপাশের অলি-গলিতে ছড়িয়ে পড়েন। এ সময় ইটের আঘাতে সাংবাদিকসহ কয়েকজনকে আহত হতে দেখা যায়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরে মিছিলকারীরা বিজয়নগর, নাইটিংগেল মোড়, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ের বিভিন্ন গলিতে অবস্থান নেন। কুমিল্লায় গত ১৩ অক্টোবর সকালে একটি খবর ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় নিহত ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাদেশেই বিজিবি মোতায়েন রয়েছে। শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। এরই অংশ হিসেবে বায়তুল মোকাররম এলাকাকে নিরাপত্তা বলয়ের আওতায় আনা হয়েছে।




Archives
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও