Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীতে পাঁচ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব 
Wednesday August 26, 2020 , 5:40 am
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে

রাজধানীতে পাঁচ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর কাফরুল ও কদমতলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব-১০।র‌্যাব জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) র‌্যাব-১০, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে কাফরুল থানার সেনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের নিকট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ আড়াই হাজার টাকা জব্দ করা হয়। আটককৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার মৃত শহীদ খানের ছেলে সোহেল খান (৩৮), যশোর সদর উপজেলার ষষ্টীতলাপাড়ার মৃত রবীন্দ্রনাথ মিত্রের ছেলে রাজীব মিত্র (৩৮)। সিপিসি-১, র‌্যাব- ১০’র কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুর রহমান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো: শহীদুল হক মুন্সির নেতৃত্বে কদমতলী থানাধীন মাতুয়াইল মেডিকেল এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক হান্নান ওরফে রাজু (৩৮) মাদারীপুর সদর উপজেলার চিলারচর এলাকার আব্দুল মান্নানের পুত্র। তারা দীর্ঘদিন ধরে ঢাকাসহ আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে কাফরুল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে আরেক অভিযানে সোমবার কদমতলী থানার সাদ্দাম মার্কেট এলাকায় অভিযান দুই ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব সদস্যরা। আটককৃতরা হলো-শরীয়তপুরের নড়িয়া উপজেলার মাইশখলা এলাকার মৃত নুরুজ্জামানের পুত্র আল আমিন (২৫) ও কুমিল্লার দেবিদ্বার, উপজেলার মজনু মিয়ার পুত্র জয়নাল আবেদীন (১৮)। তাদের কাছ থেকে দুইটি চাকু, চারটি ব্লেড জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন