Current Bangladesh Time
বুধবার মে ৮, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যানজট-ইভটিজারমুক্ত বরিশাল গড়তে কাজ করছে পুলিশ-বিএমপি কমিশনার 
Thursday February 1, 2024 , 7:18 pm
Print this E-mail this

আমি সবাইকে নিয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই-পুলিশ কমিশনার

যানজট-ইভটিজারমুক্ত বরিশাল গড়তে কাজ করছে পুলিশ-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবির বলেছেন, আমি সবাইকে নিয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে চাই। এক্ষেত্রে সবার সহযোগিতা চাই। আমার মাধ্যমে জনসাধারণ তাদের কাজ আদায় করে নিতে পারবে। আমি চাই বরিশাল থেকে চলে যাওয়ার পরও আমার পায়ের ছাপ এ অঞ্চলে পড়ে থাকুক। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১) বেলা ১১টার দিকে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিহাদুল কবির বলেন, বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নগরীতে কিছু সমস্যা আছে, যার মধ্যে যানজট ও ইভটিজিং নিয়ন্ত্রণে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে তথ্য সংগ্রহ করেছে। স্কুলের সময় যারা পার্কে ঘুরে বেড়াবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি যানজট ও ইভটিজারমুক্ত বরিশাল গড়তে কাজ করছে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন-বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ফজলুল করিম, বরিশাল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স ম ইমামুল হাকিম, ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ, বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার প্রমুখ।




Archives
Image
বরিশালে ভোক্তার অভিযান, ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
উপজেলা নির্বাচন : লাইসেন্সধারীরাও অস্ত্র বহন-প্রদর্শন করতে পারবে না
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু