Current Bangladesh Time
বুধবার আগস্ট ১৩, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মেহজাবীনের গায়েহলুদ সম্পন্ন, বিয়ে আজ 
Monday February 24, 2025 , 5:10 am
Print this E-mail this

বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব

মেহজাবীনের গায়েহলুদ সম্পন্ন, বিয়ে আজ


মুক্তখবর বিনোদন ডেস্ক : ঢাকার অদূরে একটি রিসোর্টে গায়েহলুদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অভিনয়শিল্পী মেহজাবীনের। রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গায়েহলুদের অনুষ্ঠান শুরু হয়, চলে সন্ধ্যা পর্যন্ত। মেহজাবীনের বর প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব। তাদের দুজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জন ছিল। সেই গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের ঘোষণার মধ্য দিয়ে। জানা গেছে, মেহজাবীন ও আদনানের গায়েহলুদ ও বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে ঢাকার অদূরে সেই রিসোর্টে কয়েকদিন ধরে প্রস্তুতি চলছিল। রোববার বেলা ১১টার পর থেকে সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের লোকজন যাওয়া শুরু করেন। বিনোদন অঙ্গনের মধ্যে আছেন-নির্মাতা রেদওয়ান রনি, নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ। গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেওয়া একাধিকজন জানান, ছবি তোলার ক্ষেত্রে বেশ কড়াকড়ি করেছে বর-কনে কর্তৃপক্ষ। আমন্ত্রিত অতিথিদের নিজেদের মুঠোফোনে ছবি না তোলার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। তবে সব ছাপিয়ে একটি সূত্রে ছবি পাওয়া গেছে। ছবিতে দেখা গেছে, গায়েহলুদ অনুষ্ঠানে পারপেল কালারের লেহেঙ্গা পরেছেন মেহজাবীন। মাঝে সিঁথি করে সাদামাটাভাবে পেছনের দিকে টেনে খোঁপা করেছেন, হাতে ম্যাচিং চুরি। আর আদনান আল রাজিব পরেছেন কালো রঙের পাঞ্জাবি ও পায়জামা। দুজনের হাতেই মাইক্রোফোন হয়তো একসঙ্গে গেয়েছেন গান। জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।




Archives
Image
প্রয়াত সাংবাদিক তুহিনের এতিম সন্তানদের দায়িত্ব নিলেন এসপি আখতার
Image
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে ‘না ভোট’ : ইসি
Image
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
Image
সেবার মান উন্নয়নে হার্ডলাইনে বরিশাল শেবাচিম হাসপাতাল প্রশাসন
Image
দুধ আমদানি করার কোনও কারণ নাই, কারণ দেখি না : বরিশালের প্রাণিসম্পদ উপদেষ্টা