Current Bangladesh Time
মঙ্গলবার জানুয়ারি ৬, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিশরীয় মুসলিম ছেলেকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে জেনিফার 
Tuesday February 4, 2020 , 11:58 am
Print this E-mail this

মিশরীয় মুসলিম ছেলেকে বিয়ে করছেন বিল গেটসের মেয়ে জেনিফার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মিশরীয় মুসলিম যুবককে বিয়ে করতে চলেছেন মেয়ে জেনিফার গেটস। নিজে খ্রিস্টান হলেও একজন মুসলমানকে জামাতা হিসেবে মেনে নিতে আপত্তি করেননি বিশ্বের অন্যতম ধনী বিল গেটসও। মেয়ের বিয়ের কথা জানতে পেরে বরং দু’জনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।ইনস্টাগ্রামে বিয়ের কথা নিজেই ঘোষণা করেছিলেন জেনিফার। ঘোষণার সাথে দীর্ঘদিনের বয়ফ্রেন্ড নায়েল নাসেরের সঙ্গে তার একটি ছবিও পোস্ট করেন। গত শনিবার মেয়ের সেই পোস্টে মন্তব্যে করেন বিল গেটস। তিনি লেখেন, ‘আমি খুবই আনন্দিত, তোমাদের দু’জনকে অভিনন্দন।’ তাদেরকে অভিনন্দন জানিয়ে পোস্টে মন্তব্য করেছেন তার স্ত্রী মেলিন্ডা গেটসও। ২০১৬ অথবা ২০১৭ সালের শুরু থেকেই নায়েল নাসেরের সঙ্গে ডেট করছেন জেনিফার। একাধিকবার এক সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করেছেন তারা। নায়েল নাসের শিকাগোতে জন্মালেও তার বেড়ে ওঠা কুয়েতে। তাদের পারিবারিক আর্কিটেকচার ফার্ম রয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন নায়েল। ইংরেজি, ফরাসি ও আরবিতে সাবলীল। ছোটবেলা থেকেই নায়েলের ঘোড়দৌড়ের সখ। মাত্র পাঁচ বছর বয়স থেকেই তার ঘোড়া চালনা শুরু হয়। নিজের প্রথম ঘোড়া পায় ১০ বছর বয়সে। এখন তিনি একজন পেশাদার ইকুয়েসট্রিয়ান। এটি হল ঘোড়ার কসরত প্রদর্শনের খেলা। এই খেলায় বিশ্বে তার অবস্থান ৩৫ নম্বরে। চলতি বছর তিনি মিশরের হয়ে টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করতে চলেছেন। নায়েল ও জেনিফারের আলাপ স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ে। জেনিফার ২০১৮ সালে সেখান থেকে হিউম্যান বায়োলজিতে স্নাতক ডিগ্রি লাভ করেছেন। নায়েলের মতো তিনিও ইকুয়েসট্রিয়ান খেলার ভক্ত। শখের বশে মাঝে মাঝে জেনিফারও ঘোড়া চালনা করেন। গত বছর সিএনএন’কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ঘোড়া আমাদের জীবনের একটি অংশ মাত্র। আমরা দু’জনেই খেলাটি পছন্দ করি। সে একজন পেশাদার, আমি শখ থেকে এই খেলাটি করি। ঘোড়ার প্রতি আমাদের ভালবাসা এবং আবেগ আমরা ভাগ করে নিতে সক্ষম হয়েছি।’ তারা বেশির ভাগ সময় একসঙ্গে কাটিয়েছেন ঘোড়দৌড়ের ময়দানেই। শেষপর্যন্ত সেই নায়েলকেই বিয়ের সিদ্ধান্ত নেন জেনিফার।

বিল গেটস, মেয়ে জেনিফার ও হবু জামাই

আর তিনি ইনস্টাগ্রামে সেই ঘোষণা করতেই প্রতিক্রিয়া দিতে সময় নেননি বিল গেটস। মেয়ে জেনিফার ও হবু জামাই-এর সম্পর্ক মেনে নিয়েছেন। বিষয়টি নিয়ে তিনি যে বেশ নায়েলকে শুভেচ্ছা জানিয়েছেন। নায়েল ও জেনিফার কবে বিয়ে করবেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। নায়েল ঘোড়ার কসরত প্রদর্শনকেই নিজের ভবিষ্যতের পথ করবেন নাকি প্রথাগত কোনও পেশা বেছে নেবেন, তা এখনও ঠিক করেননি। জেনিফার তার পড়াশোনাটা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।




Archives
Image
ভেনেজুয়েলায় মার্কিন হামলা ‘আন্তর্জাতিক আইনের অবজ্ঞা’
Image
ফয়সাল দুবাই নয়, ভারতেই আছে : ডিবিপ্রধান
Image
ভোটারদের সহায়তার টাকায় নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ ও ডা. মনীষা
Image
রাজনৈতিক প্রতিহিংসায় ওসমান হাদিকে হত্যা
Image
আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন