Current Bangladesh Time
শনিবার মে ১১, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘মারমেইড কফি’ এখন বরিশালে 
Sunday November 7, 2021 , 8:32 am
Print this E-mail this

তিন কাপ মারমেইড কফির অর্ডার দিলে পাবেন ক্রেতারা তিনশ টাকার ভাউচার

‘মারমেইড কফি’ এখন বরিশালে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : উত্তরের জেলা নওগাঁর পর দক্ষিণাঞ্চলেও পথচলা শুরু করলো কক্সবাজারের বিশ্ব বিখ্যাত ‘মারমেইড কফি’। শুক্রবার (নভেম্বর ৫) বরিশালের আগরপুর রোডে (সরকারি বরিশাল মহিলা কলেজের প্রথম গেট) মারমেইড কফির আউটলেট উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন এ কফি শপটি সাজানো হয়েছে থাইল্যান্ডের বিশ্বখ্যাত স্টারবাকস কফি শপের ডিজাইনার মিস্টার বার্নাডকে দিয়ে। কফিপ্রেমীদের জন্য প্রতিদিন সকাল ৯টায় খুলে দেওয়া হবে মারমেইড কফি শপের দরজা। মারমেইড কফির পরিচালক আবু বকর সিদ্দিক জানান, আপনারা জানেন, মারমেইড এখন একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। রিসোর্টের মাধ্যমে যার যাত্রা শুরু কক্সবাজারে। কিছুদিনের মধ্যে মারমেইড কফিও মানুষের মুখে মুখে শোনা যাবে। সারাদেশে আমরা মারমেইড কফিকে পরিচিত করব। গত ২৮ সেপ্টেম্বর নওগাঁয় মারমেইড কফি শপের যাত্রা শুরু হয়। কফি যাদের প্রিয় তাদের জন্য চমক থাকছে মারমেইড কফি শপে। তিন কাপ মারমেইড কফির অর্ডার দিলে পাবেন ক্রেতারা তিনশ টাকার ভাউচার। কক্সবাজার মারমেইড বিচ রিসোর্টে বছরের যে কোনো সময় এ ভাউচার ব্যবহার করতে পারবেন। এছাড়া দেড়শ টাকার গিফট কার্ড কফি শপে পাওয়া যাবে। ক্রেতা এ কার্ড সংগ্রহ করে উপহার হিসেবে প্রিয়জনকে দিতে পারেন, দেশের যে কোনো শাখায় এ কার্ডের বিনিময়ে কফি পাবেন। এদিকে মারমেইড কফি শপের পরিবেশ দেখে অভিভূত বরিশালবাসী। তারা শপের ডিজাইনের প্রশংসা করে জানান, মারমেইড কফি বরিশালে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে সুন্দর মুহূর্ত, অবসর কিংবা আড্ডায় বাড়তি মাত্রা যুক্ত করবে। বরিশালে মারমেইড কফির সুনাম অচিরে ছড়িয়ে পড়বে তা নিঃসন্দেহে বলা যায়। সাধারণত শহরে এমন দৃষ্টিনন্দন কফি শপ খুঁজে পাওয়া দুর্লভ। মারমেইড কফি শপে সিগনেচার কফিগুলোর পাশাপাশি রয়েছে কোল্ড কফি, আইস টি, আজোয়া, ব্রাউনি, মাফিন, স্যান্ডউইচসহ বিভিন্ন হালকা খাবারের আয়োজন। মারমেইড কফি শপে থাকছে বিকাশের মাধ্যমে পেমেন্টের সুবিধা। হটলাইনে ফোন করে এবং ফুডপান্ডায় অর্ডার করলে পৌঁছে যাবে মারমেইড কফি।

 




Archives
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান
Image
বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা