Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মানবিক বিপর্যয়ে ও আমরা সদাজাগ্রত থেকে আপনাদের পাশে আছি-বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান 
Wednesday July 14, 2021 , 2:30 pm
Print this E-mail this

সকলের প্রার্থনায়, সকলের প্রচেষ্টায়, আল্লাহ্’র অশেষ রহমতে অচিরেই আমরা এই মহামারি থেকে মুক্তি পাব

মানবিক বিপর্যয়ে ও আমরা সদাজাগ্রত থেকে আপনাদের পাশে আছি-বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুরো বিশ্ব যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিধ্বস্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন চরমভাবে ব্যাহত, ঠিক সেই সময় ভূপেন হাজারিকার “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”-এই কালজয়ী গানের কথার মত বরাবরের ন্যায় এবারো পেশাগত দায়িত্বের বাহিরে গিয়ে মানবিক দায়বদ্ধতা থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁডানোর ক্ষুদ্র প্রয়াস। বুধবার (জুলাই ১৪) বেলা ১১ টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার’র নেতৃত্বে পুলিশের পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন।

এসময় তিনি বলেন, জনমুখী ও গণমুখী পুলিশিং বাস্তবায়নে সদা জাগ্রত থাকার পাশাপাশি বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে যে মানবিক বিপর্যয় নেমে এসেছে, সেই মানবিক বিপর্যয়ে ও আমরা সদাজাগ্রত থেকে আপনাদের পাশে আছি। দেশের এই বিপর্যয় মোকাবেলায় সরকার নানামুখী পদক্ষেপ গ্রহনের পাশাপাশি বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রান্তিক জনগণের জন্য পর্যাপ্ত খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারি নানান সংস্থার পাশাপাশি অনেক সাধারণ মানুষ ও অসহায়-দুস্থদের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই মানবিক বিপর্যয়ে সামান্য সহায়তা নিয়ে আপনাদের পাশে দাড়িয়েছি। দেশের এই ক্রান্তিকালে আমি এই শহরের সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব, সংগঠন সহ সকলকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সমাজের অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়ানোর আহবান জানাই। এসময় তিনি সকলকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাস্ক পরাকে অভ্যেসে পরিণত করা, কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজ করা, সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানিয়ে বলেন, ইনশাল্লাহ্ আমাদের সকলের প্রার্থনায়, সকলের প্রচেষ্টায়, আল্লাহ্’র অশেষ রহমতে অচিরেই আমরা এই মহামারি থেকে মুক্তি পাব। এসময় আরও উপস্থিত ছিলেন-বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশনের অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, সাপ্লাই এ্যান্ড লজিস্টিকস্ উপ-পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, বিএমপি’র দক্ষিনের উপ-পুলিশ কমিশনার মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, ট্রাফিকের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার-পিপিএম, উত্তর এন্ড গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার মোঃ মনজুর রহমান পিপিএম-বার, ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশনের উপ-পুলিশ কমিশনার খাঁন মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল