Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাদক ব‌্যবসা ছেড়ে আলোর পথে ফিরে আসা যুবকদের পূনর্বাসনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ 
Friday October 4, 2019 , 11:21 am
Print this E-mail this

মাদক ব‌্যবসা ছেড়ে আলোর পথে ফিরে আসা যুবকদের পূনর্বাসনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাদক ব‌্যবসা ছেড়ে আলোর পথে ফিরে আসা আত্মসমর্পনকারী ১৭৪ জন যুবককে পূনর্বাসনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে পটুয়াখালী জেলা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ চালু করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। ‘মুক্তির পক্ষে পটুয়াখালী’ সমবায় সমিতির মাধ্যমে ১৭৪ জন যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে মৎস্য, গবাদিপশু পালন ও মোবাইল সার্ভিসিং ক্যাটাগরিতে এক থেকে তিন মাসব্যপী প্রশিক্ষণ দেয়া হবে। এক্ষেত্রে প্রশিক্ষনার্থীদের যাবতীয় খরচ পুলিশ সুপার বহন করবে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান। পুলিশ সুপার জানান, মাদক সমাজের অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংস করে দেয়। সমাজকে নষ্ট করে সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট করে। তাই পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে বরিশাল রেঞ্জের ডিআইজর নির্দেশে মাদকব্যবসায়ী ও সেবনকারীদের বিপথ থেকে ফিরিয়ে এনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপি-পরিচালক মো: আজিজুর রহমান। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো: জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বেলাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ওসি ডিবি মো: জাকির হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!