Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ৭:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন-বিএমপি কমিশনার 
Sunday August 8, 2021 , 10:06 pm
Print this E-mail this

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”-স্লোগানে ৭টি বিট পুলিশিং কার্যালয় ভার্চুয়ালি উদ্বোধন

বিট অফিসার হবেন তার এলাকার মানুষের সবচাইতে আপনজন-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”-স্লোগানে রেখে রবিবার (আগস্ট ৮) বরিশাল মেট্রোপরিটন সদরদপ্তর সম্মেলন কক্ষে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএমপি উত্তর বিভাগের কাউনিয়া ও এয়ারপোর্ট থানাধীন ৭টি বিট পুলিশিং কার্যালয় ভার্চুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার।

এ সময় তিনি বলেন, গণমুখী পুলিশিং বাস্তবায়নের মাধ্যমে পুলিশি সেবাকে সহজলভ্য করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার জন্য বিট পুলিশিং একটি অন্যতম জনপ্রিয় ইভেন্ট। বিট পুলিশিং সমাজকে ভারসাম্যপূর্ণ করার মাধ্যমে নীরব বিপ্লব ঘটিয়েছে। আর এই কার্যাবলী সঠিকভাবে সম্পাদনের জন্য আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে যারা বিট কার্যালয় স্থাপনসহ কার্যক্রম বাস্তবায়নে এগিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন, এটি শোকাবহ আগস্ট মাস। জাতীয় জীবনে এই মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ তাঁর পরিবারবর্গ ও বরিশালের কৃতি সন্তান শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ যারা দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তাঁদের সকলের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এ্যান্ড প্রসিকিউশন) এনামুল হক বলেন, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, মোঃ জুলফিকার আলী হায়দার, এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, মোঃ মনজুর রহমান পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রাসেল ও সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল