|
বানারীপাড়ার আরো টুকরো খবর : বানারীপাড়ায় গরুচোর আটক
বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দাফন সম্পন্ন
বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দাফন সম্পন্ন
বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম তসলিমের দাপন সম্পন্ন করেছে গতকাল বেলা ১১ ঘটিকার সময়। গত শক্রবার রাতে ব্রেন স্ট্রোকে রক্তক্ষনের কারনে বরিশাল শেবাচিম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শনিবার বেলা ১১ ঘটিকার সময় বানারীপাড়া হাইস্কুল মাঠে তার নামাজে জানাযা শেষে পৌর শহরে তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। মোঃ আরিফুল ইসলাম তসলিম বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মোঃ আরিফুল ইসলাম তসলিম বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ৯০’ ছাত্র আন্দোলনের রূপকার কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা শাহে আলম তালুকদারের ছোট ভাই। তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলায় শোকের ছায়া নেমে আসে। তসলিম মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, তার বৃদ্ধ মা, তিন ভাই ও ছয় বোন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে যান। তার নামাজে জানাযায় সহাস্রাধিক মানুষ অংশ নিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন। তসলিমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারন করেন তার বড় ভাই শাহে আলম, বানারীপাড়া পৌর সভার সাবেক হ্যাট্রিক বিজয়ী মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা,বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এম ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর মেয়র এ্যাডঃ সুভাষ চন্দ্র শীল, উজিরপুর পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন, স্বরূপকাঠি পৌর মেয়র মোঃ কবির হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খলিলুর রহমান, উপজেলা ভাইসচেয়ারম্যান শরীফ উদ্দিন আহম্মেদ কিসলু, চাখার ইউপি চেয়ারম্যান মোঃ খিজির সরদার, সলিয়াবাকপুর ইউপি চেয়ারম্যান মোঃ জিয়াউল হক মিন্টু, বানারীপাড়া সদর ইউপি চেয়ারম্যান আঃ জলিল ঘরামী, ইলুহার ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগ সভাপতি সুব্রত লাল কুন্ডু, সাধারন সম্পাদক মোঃ সহিদুল ইসলাম। বানারীপাড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিক বৃন্দ সহ বানারীপাড়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বানারীপাড়া বাজার ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও বানারীপাড়া উপজেলার আপামর জনসাধারণ। বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তসলিমের মরদেহে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তসলিমের মৃত্যুতে বানারীপাড়া বাজার ব্যবসায়ীরা সমস্ত দোকান অর্ধ দিবস বন্ধ রেখে শোক প্রকাশ করেন।

বানারীপাড়ার আরো টুকরো খবর : বানারীপাড়ায় গরুচোর আটক
বানারীপাড়া বাজারের কসাই মোঃ নুরু লস্কর ও শফিককে বানারীপাড়া থানা পুলিশ গরু চুরির অভিযোগে আটক করেছে। নুরু লস্কর ও শফিক বন্দর বাজারের উত্তর পাড়ে মাংশের দোকানে গরু ও খাশির মাংশ বিক্রী করে। ঝালকাঠি জেলার রাজাপুরে গরু চুরি হলে সেখানে মামলা হয়। সেখান থেকে খোঁজ পেয়ে বানারীপাড়া এসে সেই গরুর চামড়া ঋষি সুভাষ এর ঘর থেকে পাওয়া যায়। সুভাষ আসামীদের কাছ থেকে চামড়া খরিদ করেছে জানালে পুলিশ আসামী নুরু লস্কর ও শফিককে আটক করে। পরবর্তীতে আসামী নুরু লস্কর ও শফিককে রাজাপুর থানায় প্রেরন করা হয়। এর আগেও এই নুরু লস্করকে একই অভিযোগে গ্রেপ্তার করেছিল বানারীপাড়া থানা পুলিশ।
মোঃ আনিছুর রহমান মিলন, বানারীপাড়া প্রতিনিধি
Post Views: ০
|
|