Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ৩, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ার জুম্বা‌দি এলাকার হ্যা‌লিপ্যা‌ডে গোলাম সারওয়া‌রের মর‌দেহ 
Wednesday August 15, 2018 , 6:34 pm
Print this E-mail this

জন্মস্থা‌নে গোলাম সারওয়া‌রের জানাযার নামজ সম্পন্ন

বানারীপাড়ার জুম্বা‌দি এলাকার হ্যা‌লিপ্যা‌ডে গোলাম সারওয়া‌রের মর‌দেহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশ ব‌রেণ্য সাংবা‌দিক ও সমকাল সম্পাদক গোলাম সারওয়া‌রের জন্মস্থান বানারীপাড়ায় জানাযার নামায অনুষ্ঠিত হ‌য়। বুধবার (১৫ আগষ্ট) বানারীপাড়া ম‌ডেল ইউনিয়ন ইনস্টি‌টিউশন (পাইলট) প্রাঙ্গ‌নে বেল তিনটা ৫ মি‌নি‌টে তার নামযের জানায অনুষ্ঠত হয়। জানাযার পূর্ব‌ে বক্তব্য রা‌খেন, গোলাম সারওয়া‌রের ছোটভাই গোলাম সালেহ মঞ্জু মোল্লা, ছে‌লে গোলাম শাহ‌রিয়ার রঞ্জ‌ু, স্থানীয় সাংসদ অ্যাড‌ভো‌কেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল ৩ অাসেনর সাংসদ শেখ মো: টিপু সুলতান, বানারীপাড়া উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা। এ সময় উপস্থ‌তি ছি‌লেন, ব‌রিশাল জেলা পু‌লি‌শের সুপার সাইফুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র সুভাশ চন্দ্র শীল, ব‌রিশাল সি‌টি কর্পোরেশ‌নের নব‌নির্বা‌চিত মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ প্রমুখ। নামা‌জের জানাযা শে‌ষে তার মর‌দেহে ফু‌লেল শ্রদ্ধা জ্ঞাপন ক‌রেন-বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক সংগঠন ও সুশীল সমা‌জের নেতৃবৃন্দ। জানাযার পূর্বে পু‌লি‌শের এক‌টি চৌকশ দল তা‌কে গার্ড অব অনার প্রদান ক‌রেন। এরআ‌গে বেলা ২ টা ২০ মি‌নি‌টে জন্মস্থান বানারীপাড়ার জুম্বা‌দি এলাকার হ্যা‌লিপ্যা‌ডে গোলাম সারওয়া‌রের মর‌দেহ নি‌য়ে হ্যা‌লিকপ্টার অবতরণ ক‌রে। সেখান থে‌কে সড়ক প‌থে প্রথিতযশা সাংবাদিক গোলাম সারওয়ারের মরদেহ বানারীপাড়া মডেল ইউনিয়ন ইন্সটিটিউট মাঠে আনা হয়।




Archives
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল আবাসিক হোটেল স্বাগতমে অভিযান, ৬০ পিস ইয়াবাসহ আটক ১
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান