Current Bangladesh Time
মঙ্গলবার এপ্রিল ১৬, ২০২৪ ১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বসিক নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত’র ৩৫ দফা ইস্তেহার ঘোষণা 
Wednesday June 7, 2023 , 2:16 pm
Print this E-mail this

‘নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার’-শ্লোগানে কাজের নির্বাচনী ইস্তেহার

বসিক নির্বাচনে নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাত’র ৩৫ দফা ইস্তেহার ঘোষণা


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত ‘নতুন বরিশাল গড়ার অঙ্গীকার, জয় হোক শেখ হাসিনার’-শ্লোগানে আগামী ১২ জুন নির্বাচিত হলে তিনি নগরবাসীর বিভিন্ন সমস্যা তুলে ধরে ৩৫টি সমস্যা দূর করার মাধ্যমে তার উন্নয়নমূলক কাজের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন।

১/ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশাল নগরীর উন্নয়নে নগর পরিকল্পনাবিদ, স্থপতিসহ বিশেষজ্ঞ সমন্বিত পরামর্শ ও দিক নির্দেশনায় একটি উন্নত জনবান্ধব বরিশাল নগর করা হবে।

২/ নগরীর জলাবদ্ধতা দূরীকরণ লক্ষ্যে বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থা সংস্কার সহ নতুনভাবে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে।

৩/ নগরীর বর্ধিত এলাকার পানি ও বিদ্যুতের সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা সহ বিদ্যমান রাস্তাঘাটের সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করা হবে।

৪/ জবাবদিহিতা নিশ্চিতকরণে ‘জনতার মুখামুখি মেয়র’ শীর্ষক নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ডখিত্তিক সমস্যা সমাধান নিশ্চিত করব।

৫/ সবার ‘সবার বরিশাল’ শীর্ষক অ্যাপের মাধ্যমে নগরবাসীর নিকট থেকে নাগরীক সমস্যার অভিযোগ গ্রহণ ও তা সার্বক্ষনিক তদারকির মাধ্যমে সমাধানপূর্বক নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে।

৬/ বরিশাল সিটি কর্পোরেশনকে সন্ত্রাস, চাঁদাবাজ, দূর্নীতি ও মাদকমুক্ত নগর গড়ে তোলা হবে।
৭/ নগরীর হকারদের পূর্নবাসন করা হবে।

৮/ প্রতিটি ওয়ার্ডকে সিসি ক্যামেরায় নিয়ে আসার মাধ্যমে বরিশালকে ডিজিটাল বরিশাল গড়ে তোলা হবে।

৯/ নগরীর রাস্তার নাম মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনদের নামে নামকরণ করা হবে।

১০/ বরিশাল সংক্ষালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার মাধ্যমে অসাম্প্রদায়িক নগর গড়ে তোলা হবে।
১১/ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ নিশ্চিত করার লক্ষে নগরীতে বিনোদন কেন্দ্র ও পার্ক নির্মাণ করা হবে।
১২/ বরিশালকে শিল্প, বাণিজ্য ও একটি পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সহ ৩৫টি বিভিন্ন উন্নয়নের বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়ে ইস্তোহার পাঠ করেন মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।

বুধবার (জুন ৭) বেলা ১২টায় নগরীর বগুড়ারোডস্থ ক্রাউন কনভেনশন কমিউনিটি হল রুমে এই নির্বাচনী ইস্তেহার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও নিজস্ব দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে ইস্তেহার পাঠ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন-নৌকা প্রতীকের নির্বাচনী প্রধান সমন্বয়কারী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. আফজালুল করীম, এ্যাড. লস্কর নুরুল হক, এ্যাড. কে বিএস আহমেদ কবীর, এ্যাড. আনিস উদ্দিন শহীদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাড. বলরাম পোদ্দার, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ইসাহাক আলী খান পান্না, জাসদ নেতা এইচ এম মহসিন, মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এই সময় গণমাধ্যমে কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার নিজের প্রতি বিশ্বাস আছে যে, সততার সহিত কাজ করার মাধ্যমে বরিশালকে উন্নত একটি শহর গড়ার মাধ্যমে নগরবাসীর শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে।




Archives
Image
পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার
Image
স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!
Image
বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
Image
বরিশালে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, রাখিবন্ধন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ
Image
ইধিকার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোর্টনি