Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্নিল আয়োজনে বরিশালে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী-সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ 
Friday March 6, 2020 , 8:17 pm
Print this E-mail this

শ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষে দুইদিন এর অনুষ্ঠানমালা পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়

বর্নিল আয়োজনে বরিশালে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী-সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ


স্টাফ রিপোর্টার : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় বরিশাল সার্কিট হাউজে বিভাগীয় ও জেলা প্রশাসন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সাংস্কৃতিক সংগঠন, মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ৩০ ওয়ার্ডের জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ঠ সকলকে নিয়ে এই সমন্বয় সভা করেন, বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সভায় আগামী ১৬ ও ১৭ মার্চ শ্রেষ্ঠ বাঙালী জাতির জনকের জন্মশত বার্ষিকী উদযাপনের লক্ষে দুইদিন এর অনুষ্ঠানমালা পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। নানা ধরনের জমকালো কর্মসূচীর মধ্য দিয়ে এই মাহেন্দ্রখন পালনের কথা সকলের সাথে আলাপের মাধ্যমে চুড়ান্ত করেন সমন্বয় সভার সভাপতি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।এসময় তিনি বলেন, সর্বোচ্চ আয়োজনের মধ্য দিয়ে বরিশালে পালিত হবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর শত তম জন্মবার্ষিকী। ১৬ এবং ১৭ মার্চ দুইদিন নানা আয়োজনের মধ্যে থাকবে কেক কাটা, বর্নিল আতশবাজি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতাসহ দেশের সনামধন্য সংগীত শিল্পি ও ব্যান্ড দলের পরিবেশনায় কনসার্ট। ১৬ মার্চ সন্ধ্যা থেকে নগর ভবনে ডিজিটাল কাউন্টডাউন ওয়াচ এর মাধ্যমে রাত ১২.১ মিনিটির অপেক্ষা করা হবে। রাত ১২.১ মিনিটে প্রথম প্রহরে কেক কাটা হবে। এসময় বর্নিল আতশবাজির মাধমে উদযাপন করা হবে জন্মশত বার্ষিকীর প্রথম প্রহর। ১৭ মার্চ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকালে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হবে শিশুদের অংশগ্রহনে চিত্রাংকন প্রতিযোগিতা। বিকেলে শহীর আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কনসার্ট। এতে গান গাইবেন মাইলস, এলআরবি, লালন ব্যান্ডসহ দেশ বরেন্য সংগীত শিল্পিরা। এসব তথ্য জানিয়ে মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সকল নেতা কর্মিদের উদ্যেশ্যে বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেউ নিজের ছবি সংবলিত পোষ্টার বা ব্যানার যেন না করেন। এসময় তিনি এই অনুষ্ঠান মালায় সার্বিক সহযোগিতা করার জন্য প্রশাসন, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। সমন্বয় সভায় উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন, বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরি, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, অতিরিক্ত জেলা প্রসাশক শহিদুল ইসলাম।এছাড়াও মহানগর আওয়ামীলীগের সভাপতি একেএম জাহাঙ্গির হোসেন, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব এর সভাপতি মানবেন্দ্র বটব্যাল, প্রবীন সাংবাদিক এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষধ এর সভাপতি কাজল ঘোষ, সাংস্কৃতিক জন সৈয়দ দুলালসহ ৩০ ওয়ার্ড আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।




Archives
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
Image
বরিশাল শেবাচিম হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও
Image
দেশের দুই অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা