Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৮:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযান, ৪টি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ সদস্য গ্রেফতার 
Thursday February 20, 2020 , 1:23 pm
Print this E-mail this

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযান, ৪টি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ সদস্য গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ৪টি মোটরসাইকেলসহ চোর সিন্ডিকেটের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. রাসেল আহমেদ এর নেতৃত্বে বরগুনা ও বেতাগী উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-মো: মামুন হোসেন, নয়ন, লাবু মিয়া ও খান নামে পরিচিত ব্যক্তিসহ ৮ জন। কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘গত ৬ ফেব্রুয়ারি সকাল পৌনে ১১টার দিকে নগরীর স্টীমার (রকেট) ঘাট পন্টুনের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করে মামুন হোসেন নামের জনৈক চোর। এসময় স্থানীয়রা তাকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে জিজ্ঞাসাবাদে আটক মামুন পুলিশকে জানায়, ‘লাবু মিরা, নয়ন ও খান নামে তিনজন ব্যক্তির সহোযোগিতায় সে মটরসাইকেল চুরি করে। পরে তা ভোলা, বরগুনা, পিরোজপুর, খুলনা ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করতো। এমন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় দফা অভিযানে নামে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি চৌকস টিম। তারা তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বরগুনা জেলার অন্তর্গত বেতাগী ছোট মোকামিয়া, করুনা ও বরগুনা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার মোটরসাইকেল চুরি, এবং ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ৬ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে পুলিশ জানায়, চোর চক্রটি দীর্ঘ দিন ধরেই বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির সঙ্গে যুক্ত রয়েছে। তারা চোরাই মোটরসাইকেলের ইঞ্জিন ও চেসিস নম্বর টেম্পারিং করে পরে ভূয়া কাগজপত্র তৈরি করে তা বিভিন্ন জেলায় বিক্রি করে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২