Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ৮:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সে-ই দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড 
Friday January 31, 2020 , 8:21 pm
Print this E-mail this

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সে-ই দুই পুলিশ কর্মকর্তা ক্লোজড


নিজস্ব প্রতিবেদক : ঘুষের টাকা ফেরত দিয়েও শেষ রক্ষা হলো না বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার দুই পুলিশ কর্মকর্তার। শাস্তিস্বরূপ এএসআই মিজানুর রহমান ও এএসআই উজ্জ্বল কুমারকে বরিশাল পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর কাউনিয়া টেক্সটাইল মোড় এলাকার কাইউম নামে এক ব্যবসায়ীকে হয়রানির অভিযোগে তাদের ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাত ১টার পরে শোরুম বন্ধ করে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করেন। খাওয়া-দাওয়া শেষে কাইউম পৌণে ২ টার দিকে শোরুমের তালা ঠিকভাবে দেয়া হয়েছে কিনা তা দেখার জন্য বের হয়। পথিমধ্যে রাতে ডিউটিতে থাকা বরিশাল মেট্রোপলিন কাউনিয়া থানার এএসআই উজ্জ্বল কুমার তাকে থামিয়ে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, পরে তিনি (কাইউম) শোরুমে যাওয়ার কথা বল্লে এএসআই উজ্জ্বল কুমার তাকে গাড়িতে উঠতে বলেন। কাইউম গাড়িতে উঠলে তাকে নিয়ে বেঙ্গল বিস্কুট ফেক্টরি এলাকায় যান। ওখানে গিয়ে সবাই চা খান। ফের আবার কাইউমকে গাড়িতে উঠতে বল্লে কাইউম কারণ জিজ্ঞাস করলে, ওসি স্যার ডেকেছে বলে থানায় নিয়ে যায় এএসআই উজ্জ্বল কুমার। পরদিন খবর পেয়ে কাইউমের ছোট ভাই নাদিম ও চাচতো ভাই রাকিব থানায় যায়। থানায় গেলেই এএসআই মিজানুর রহমানের সাথে তাদের কথা হয়। তখন এএসআই মিজান ৫ হাজার টাকা দাবি করেন। নতুবা চুরি বা মাদক মামলায় কাইউমকে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দেন। পরে ৩ হাজার টাকার রফা হয়। নাদিমের কাছে থাকা ২ হাজার দিলে প্রথমে নিতে নারাজ হয়। পরে আরো ১ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দিলে কাইউমকে ছেড়ে দেয়া হয়। এই রফার কথা কাউকে জানালে নাদিম ও রাকিবের হাত পা ভেঙ্গে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ করা হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসলে ওই দুই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনসে ক্লোজড করেন।




Archives
Image
মিল্টন সমাদ্দারের নামে তিন মামলায় যেসব অভিযোগ
Image
বরিশালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ, ইউপি সদস্য গ্রেফতার
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা