Current Bangladesh Time
সোমবার মে ৬, ২০২৪ ১১:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মাধবপাশা সে-ই ব্রীজের পাশে স্থানীয় নির্মিত কাঠের সাকোর সকল ব্যায় বহন করবেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা 
Saturday February 15, 2020 , 1:23 pm
Print this E-mail this

বরিশাল মাধবপাশা সে-ই ব্রীজের পাশে স্থানীয় নির্মিত কাঠের সাকোর সকল ব্যায় বহন করবেন, সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা


নিজস্ব প্রতিবেদক : বরিশাল বাবুগঞ্জ মাধপপাশা ইউনিয়ন পরিষদের সামনের ভাঙ্গা বেইলী ব্রীজের পাশে স্থানীয় নির্মিত কাঠের সাকোর ব্যায় বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা।বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাঙ্গা বেইলী ব্রীজ এলাকায় কাঠের সাকো নির্মাণ করে বরিশাল-বানারীপাড়া সড়কে স্থানীয়রা একটি কাঠের সাঁকো নির্মান করেন। বিভিন্ন অনলাইন পোর্টালে এই নিয়ে জনসাধারণের কাছ থেকে নাম মাত্র কিছু পয়সা ওঠানোর সাংবাদটি প্রচার হয়, যাহা স্থানীয়রা কাঠের সাকোর ব্যায় পরিশোধ করবে বলে জানা যায়। সম্প্রতি মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদ সংলগ্ন বেইলী ব্রীজ ভেঙ্গে পাথর বোঝাই একটি ট্রাক খালে পড়ে। এতে জেলার সাথে বানারীপাড়া, স্বরুপকাঠীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। জরুরী শুধু যাত্রী পারাপারের জন্য স্থানীয়রা নৌকার ব্যবস্থা করলেও সেখানে নৌকাডুবির ঘটনা ঘটে। পাশাপাশি স্থানীয়দের উদ্যোগে কাঠের তৈরী সাকো নির্মাণ করে ওই দিন দুপুরের পর থেকে যাত্রী পারাপারের ব্যবস্থা গ্রহণ করা হয়। এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংসদ রুবিনা মিরা ঘোষণা দেন ওই কাঠের সাকোর ব্যায়ভার তিনি সম্পূর্ণ বহন করবেন। এছাড়াও তিনি ঘোষণা করেন ব্রীজটি যাতে নতুন ভাবে নির্মাণ করা হয় সে ব্যবস্থা তিনি গ্রহন করবেন। তিনি অতি দ্রুত স্থানীয়দের অর্থাৎ যারা কাঠের সাকো তৈরি করেছেন তাদের যোগাযোগ করতে বলেছেন।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
আমি নির্বাচিত হলে সদর উপজেলার দূর্নীতির ঘর তালাবদ্ধ করবো : এসএম জাকির হোসেন
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২