Current Bangladesh Time
বৃহস্পতিবার মে ২, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মহানগরকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার কাজ চলছে 
Friday February 28, 2020 , 8:30 pm
Print this E-mail this

বর্তমানে প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেয়ার জন্য ভিন্নভাবে ডেক্স খোলা হয়েছে

বরিশাল মহানগরকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার কাজ চলছে


নিজস্ব প্রতিবেদক : বরিশাল মহানগরকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার কাজ চলছে। শিশুদের প্রতি সহিংসতা বন্ধে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মিডিয়া সংলাপে ওই তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস সেন্টারে ওই মিডিয়া সংলাপ অনুষ্ঠিত হয়। ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ সংগঠনের আয়োজনে ও উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম। বিশেষ অতিথি ছিলেন-বরিশাল শহীদ আ. রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অ্যাড. এস এম ইকবাল, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, বরিশাল বিসিক ভারপ্রাপ্ত উপ-পরিচালক জালিস মাহমুদ, বরিশাল এপিসি ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার স্বপন মন্ডল, ইয়ূথনেট ফরনেট ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম, ওয়র্ল্ডি ভিশন প্রতিনিধি পূর্ণিমা মন্ডল। সংলাপে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেন, পুলিশ এখন যে কোন সময়ের চেয়ে সহযোগী ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের একজন হয়ে পুলিশ কাজ করছে। বর্তমানে প্রতিটি থানায় শিশু ও মহিলাদের সেবা দেয়ার জন্য ভিন্নভাবে ডেক্স খোলা হয়েছে। সেখানে এসে সব ধরণের অভিযোগ দেয়ার সুযোগ রয়েছে। বর্তমান সরকার শিশু নির্যাতনের ঘটনাগুলো প্রতিরোধ করার জন্য গুরুত্ব সহকারে দেখভাল করছেন। শিশু নির্যাতন মুক্ত নগর গড়ার কাজ শুরু হয়েছে। এসব কাজ বাস্তবায়ন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে প্রতিটি পরিবার থেকে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতেও কাজ করা দরকার। অন্যদিকে ইয়ূথনেট ফর ক্লাইমেট জাস্টিজ প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম সংলামে অংশ গ্রহণকারীদেরকে অভহিত করেন তারা শিঘ্রই বরিশাল নগরীকে শিশু নির্যাতন মুক্ত এলাকা করার জন্য তাদের কার্যক্রম শুরু করেছেন। তিনি মিডিয়ার কর্মীদের কাছে শিশু নির্যাতনের ঘটনার তথ্য প্রকাশ করে তাদের সহযোগিতা করার আহবান জানান। মিডিয়া সংলাপ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) ক্রাইম মতিউর রহমানসহ জাতীয় ও স্থানীয় এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার ২৫ জন সদস্য।




Archives
Image
অর্থ আত্মসাৎ মামলায় ড. ইউনূস’র জামিন
Image
থাইল্যান্ড সফরের অভিজ্ঞতা তুলে ধরতে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী
Image
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Image
হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
Image
আলোচিত মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ