|
বরাদ্দ পেলে দ্রুততার সাথে কাজটি করবো-অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম
বরিশাল বিএম কলেজের পরিত্যক্ত ছাত্রাবাসে জীবন ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের বসবাস!
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বি.এম) কলেজের মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকে ঝুঁকি নিয়ে বছরের পর বছর বসবাস করছেন কয়েকশ শিক্ষার্থী। ভাঙা ছাদ থেকে প্রায়ই খসে পড়ে পলেস্তারা। কোথাও কোথাও বেরিয়ে আছে রড। জানা গেছে, এক যুগ আগে পরিত্যক্ত ঘোষণা করা ভবনটি এখনো শিক্ষার্থীদের আবাস হিসেবে ব্যবহার হচ্ছে। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সম্প্রতি ভূমিকম্পের কারণে দুর্ঘটনা আশঙ্কা আরও বেড়ে গেছে। শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে। ছাত্রাবাসটি ‘পরিত্যক্ত’ ঘোষণা করার পর উল্লেখযোগ্য কোন মেরামত করা হয়নি। কিন্তু কলেজে পর্যাপ্ত আবাসন না থাকায় এই ভাঙা ভবনেই বসবাস করতে বাধ্য হচ্ছেন ২৫০ শিক্ষার্থী শিক্ষার্থী। তিন তলা বিশিষ্ট ভবনটির কোনো কোনো স্থান থেকে বড় ধরণের ফাটল আবার কোনো স্থানের করিডোর ভেঙে পড়েছে। কোনো মতে জোড়াতালি দিয়ে চলা ভবনটির কোনো স্থানে ফাটল দেখা দিলেই সাথে সাথেই কোনো বড় ধরণের সংস্কার না করেই শুধু মাত্র পলেস্তরা দিয়েই কাজ সারে কলেজ কতৃপক্ষ। মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়ক সহকারী অধ্যপক মো: মোস্তাফিজুর রহমান বলে, ডিগ্রী হলে এ ব্লকের অধিকতর ঝুঁকিপূর্ণ ভবনটিতে ২৫০ জনের মত শিক্ষার্থী থাকে। সেখানে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীরা জানান, ছাত্রাবাস সংস্কারের জন্য আন্দোলন করা হয়েছিলো। অনেক মাস অতিবাহিত হলেও কোনো কিছুই করা হয়নি। দ্রুত সংস্কার না হলে আবারো আন্দোলনের ঘোষণা দেয়া হবে।

বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, শুধু ডিগ্রি হলের এ ব্লক নয় মুসলিম হলেও থাকার পরিবেশ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের ছাত্রাবাস সংস্কার, নতুন ছাত্রবাস নির্মানসহ ৫ দফা দাবীতে আন্দোলন করেছিলাম। দাবী মেনে নিয়েছিল কিন্তু কোন অগ্রগতি দেখছি না। ছাত্রাবাস সংস্কার, নতুন ছাত্রবাস নির্মানে দৃশ্যমান কোন অগ্রগতি না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে অচিরেই বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো: তাজুল ইসলাম, মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের এ ব্লকে ঝুঁকিপূর্ন ভবনটি ভেঙ্গে নতুন করে ভবন নির্মাণের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে দ্রুততার সাথে আমরা কাজটি করবো।
Post Views: ০
|
|