Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ৬ জনকে কুপিয়ে জখম, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ 
Friday October 15, 2021 , 11:56 am
Print this E-mail this

অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্থানীয় হালিম শাহ’র পরিবার মাদক ব্যবসায় করে আসছে

বরিশালে ৬ জনকে কুপিয়ে জখম, পুলিশ কমিশনারের কাছে অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় বাদীর পরিবারসহ ৬ জনকে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর ভাটারখাল কলোনীতে হালিম শাহ গ্রুপের অতর্কিত সশস্র হামলায় নারীসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (অক্টোবর ১৪) রাত ৮টার দিকে বরিশাল নগরীর বান্দরোডস্থ ১০নং ওয়ার্ড ভাটারখাল কলোনীতে এ সশস্র হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরেই বরিশাল নগরীর ১০নং ওয়ার্ডস্থ ভাটারখাল এলাকার বাসিন্দা হালিম শাহ ওরফে গাজা হালিম মাদক ব্যবসা চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে চলতি মাসের ৭ তারিখে বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। অভিযোগ সংবাদ পেয়ে হালিম শাহ’র পরিবার দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আলমগীর সরদারের পরিবারের উপর। হামলায় গুরুতর আহত সুমনের পরিবার জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয় হালিম শাহ’র পরিবার মাদক ব্যবসায় করে আসছে। তাদের মাদক বিক্রিতে বাধা দেয়ায় তারা প্রায়ই আমাদের উপর হামলা চালায়। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি রয়েছে। এরই ধারাবাহিকতায় হালিম শাহ গ্রুপ অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করে সুমন হাওলাদারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তাসহ কোতয়ালি থানা পুলিশের ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে ভাটারখালের পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুরুতর আহত সুমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে বলে চিকিৎসকরা জানান।




Archives
Image
খান শওকতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
Image
আগামী তিন দিন দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড় হতে পারে
Image
বরিশালে পরকীয়ায় বাঁধা দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম
Image
থমথমে বরিশাল নথুল্লাবাদ, মিছিল থেকে আটক ২
Image
খেলাপি ঋণের জামিনদার হওয়ায় বরিশালে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল