মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার নয়াখালী গ্রামের কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ী হত্যা মামলার প্রধান আসামি মো: বাবু ওরফে শিমুল রাঢ়ীকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-৮’র সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিত্বে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শিমুল রাড়ী মেহেন্দীগঞ্জের নয়াখালী গ্রামের মৃত সেকান্দার রাঢ়ীর ছেলে। বৃহস্পতিবার (সেপ্টেম্বর ২৫) দুপুরে র্যাবের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, দুই বছর আগে কৃষক ওয়াজ উদ্দিন রাঢ়ীর সাথে শিমুল রাঢ়ীর জমিতে চাষাবাদের চুক্তি হয়। কিন্তু পাওনা টাকা পরিশোধে গড়িমসি করায় তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ ঘটনার জেরধরে চলতি বছরের ২০ আগস্ট দুপুরে উত্তর উলানিয়া ইউনিয়নের নয়াখালী গ্রামে ভিকটিমের বাড়ির পেছনের ধানক্ষেতে শিমুল রাঢ়ী মাছ ধরার ধারালো জালার কোচা দিয়ে ওয়াজ উদ্দিনের মাথায় একাধিকবার আঘাত করে। এসময় বাঁধা দিতে এগিয়ে আসলে ভিকটিমের স্ত্রীকেও মারধর করে পানিতে ফেলে দেয় অভিযুক্ত শিমুল। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় ভিকটিম ওয়াজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর নিহতের স্ত্রী বাদি হয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই শিমুল নিজ এলাকা ছেড়ে আত্মগোপন করেন।