Current Bangladesh Time
রবিবার মে ৫, ২০২৪ ১২:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি অফিস ফাঁকা রেখে উধাও কর্মর্কতা-কর্মচারিরা! 
Monday January 20, 2020 , 9:49 am
Print this E-mail this

বরিশালে সরকারি অফিস ফাঁকা রেখে উধাও কর্মর্কতা-কর্মচারিরা!


হুমায়ন কবির রোকন : রোববার দুপুর ১২টা ২৪ মিনিট। বরিশাল রুপাতলীর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়। উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ অলিউল ইসলাম , উপ-সহকারী প্রকৌশলী-২ কাজী মোঃ শরাফত হোসেন , উপ- সহকারী প্রকৌশলী-১ মোঃ রফিকুল ইসলাম অফিসে নেই। অফিসের প্রধান তিন কর্মকর্তা দায়িত্ব স্থানে হঠাৎ না থাকায় সব যেন এলোমেলো। সাধারণ শাখা তালাবদ্ধ, তেমনি মিলে নেই অনান্য কর্মচারির দেখা। সরেজমিনে দেখা যায়, অফিস ভবনটির দেয়ালের বিভিন্ন স্থানে পলেস্তার খসে পড়ছে, নামাজের কক্ষটি অপরিস্কার, টয়লেটের নোংরা অবস্থা। দেখলে মনে হয় সরকারি অফিস নয়? এটি ময়লা রাখার স্তুপ। নাম প্রকাশে শর্তে স্থানীয় এক ব্যক্তি বলেন, উপ-সহকারী প্রকৌশলী-১ মোঃ রফিকুল ইসলাম যখন একা অফিস করতেন তখন তাকে ঠিকমত অফিসে দেখতে পেতেন না। আবার মাঝে মাঝে দেখা গেলেও সরকারি নিয়ম অনুযায়ী অফিস করেন। দীর্ঘদিন এভাবে চলতে দেখার পর নতুন দু’জন কর্মর্কতা যোগদান করেন। কিন্তু তারাও রফিকুল ইসলামের মতো অফিস করচ্ছেন। অনেক কর্মকর্তা সকালে সঠিক সময়ে অফিসে যান না, কেউবা দুপুরে বাসায় খেতে গিয়ে সেদিন আর অফিসে ফেরেন না। দুপুর পৌনে ১টার দিকে উপ-সহকারী প্রকৌশলী-১ মোঃ রফিকুল ইসলাম সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ অলিউল ইসলামসহ তারা তিন জন পটুয়াখালীতে জমি সক্রান্ত অফিসের কাজে গেছেন। তিনি বলেন, অফিসে ১৮ জন কর্মকর্তা-কর্মচারি রয়েছে। এদের ভিতরে ১২ জন অফিসে উপস্তিত ছিল। তারা ব্যতীত বাকি স্টাফ কোথায় রয়েছে উল্টো প্রশ্ন রাখেন ওই কর্মকর্তা।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives
Image
শ্রমিকের ওপর হামলায় সড়ক অবরোধ, উত্তপ্ত বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল
Image
বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে দলগত ধর্ষণ, গ্রেপ্তার ২
Image
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়াল গ্রামীণফোন
Image
বড় ভাইকে পিটিয়ে হত্যা, ছোট ভাই গ্রেফতার
Image
পদত্যাগ করে দুধ দিয়ে গোসল বিএনপি নেতার