Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৪, ২০২৫ ৪:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা 
Friday May 30, 2025 , 7:21 pm
Print this E-mail this

টানা বৃষ্টির ফলে সব নদ-নদীর পানি বেড়েছে

বরিশালে লঞ্চ চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈরী আবহাওয়ার কারণে গত দুই দিন ধরে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। পাশাপাশি নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় জনদুর্ভোগ যেন আরও বেড়েছে। টানা বৃষ্টির ফলে বরিশাল বিভাগের সব নদ-নদীর পানি বেড়েছে। অনেক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার কারণে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নগরীর বগুড়া রোড, মুন্সির গ্যারেজ, শীতলাখোলা মোড়, জিয়া সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে থাকায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বেড়েছে পথচারীদের দুর্ভোগ। এ ছাড়া শহরের নিচু এলাকার বাসিন্দারা দুই দিন ধরে পানিবন্দি হয়ে বসবাস করছেন। জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বেড়ে যাওয়ার কারণে বরিশালের মেঘনা তীরবর্তী হিজলা, মেহেন্দীগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ, পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, দশমিনা, বাউফল, পিরোজপুরের মঠবাড়িয়া, স্বরূপকাঠি, নাজিরপুর, ভান্ডারিয়া, বরগুনার জেলা সদর, পাথরঘাটা, বেতাগী, আমতলী, তালতলী, ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন ও দৌলতখান উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে।আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বরিশালে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪৬ কিলোমিটার। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বেড়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বরিশাল অঞ্চলের কীর্তনখোলা, সুগন্ধা, গজারিয়া ও কালাবদরসহ একাধিক নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক এবং বরিশাল নদীবন্দরের কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, নদীবন্দরে ২ নম্বর সংকেত থাকার কারণে শুক্রবার সকাল থেকে সব ধরণের লঞ্চ চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব যাত্রীবাহী ও মালবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।




Archives
Image
শিগগির আসনভিত্তিক একক প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ
Image
এবার মা ইলিশ রক্ষায় পাহারায় বসানো হচ্ছে ড্রোন
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ৩০
Image
বরিশালে শিক্ষকের মরদেহ মিলল আম গাছে
Image
বরিশালে ভুল চিকিৎসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজ ছাত্রী!