Current Bangladesh Time
মঙ্গলবার মে ৭, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে যুবদলের প্রতিবাদ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা 
Saturday September 24, 2022 , 5:54 pm
Print this E-mail this

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ

বরিশালে যুবদলের প্রতিবাদ সমাবেশ, মিছিলে পুলিশের বাধা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুন্সিগঞ্জে বিএনপি’র কর্মসূচি চলাকালে গুলিতে যুবদল নেতা শহিদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে বরিশালে পৃথক প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর ও দক্ষিণ জেলা এবং উত্তর জেলা যুবদল। শনিবার বেলা ১১টায় মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের যৌথ উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুের সঞ্চালনায় সমাবেশে অতিথি ছিলেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল কবির ও দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আকতার হোসেন মেবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জাহান, সহসভাপতি কামরুল আহসান রতন ও উজিরপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আফম শাহসুদ্দোহা আজাদ প্রমুখ। অপরদিকে একই সময়ে অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করে উত্তর জেলা যুবদল। জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ফুয়াদ, ফুয়াদ দেওয়ান, মো: গফুর সরদার, হিজলা উপজেলা যুবদলের আহ্বায়ক রিমন দেওয়ান, আগৈলঝাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শাওন রহমান মনির ও মেহেন্দিগঞ্জ উপলো যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন। সমাবেশ শেষে উত্তর জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করলে অশ্বিনী কুমার হলের মূল ফটকে তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে কিছুক্ষণ বাদানুবাদ হলেও শেষ পর্যন্ত মিছিল করতে পারেনি যুবদল। এদিকে, যুবদলের পৃথক কর্মসূচি উপলক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।




Archives
Image
উপজেলা নির্বাচন : বরিশালে ভোট সামগ্রী বিতরণ
Image
আসন্ন উপজেলা নির্বাচনে ৪১৮ প্লাটুন বিজিবি মোতায়েন
Image
ভারতে লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপের ভোট শুরু
Image
ভোলার লালমোহন থেকে ৭ বছর বয়সী অপহৃত শিশু উদ্ধার
Image
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে – ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন