Current Bangladesh Time
রবিবার মে ১২, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহিলা ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত 
Sunday March 12, 2023 , 6:41 pm
Print this E-mail this

৬ দফা দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের এ সম্মেলন

বরিশালে মহিলা ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিশ্ব নারী দিবস উপলক্ষে ও নারী নির্যাতন বন্ধ, সমকাজে সমমজুরি ও বরিশালে পাবলিক টয়লেট-ডে কেয়ার সেন্টার চালুসহ ৬ দফা দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় নগরীর অশ্বিনী কুমার হলচত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাফিয়া বেগমের সভাপতিত্বে ও লামিয়া সাইমুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন-সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী শম্পা বসু, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার সদস্য শানু বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সদস্য আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ। বক্তারা বলেন, ১৮৫৭ সালে নিউ ইয়র্কের সুঁই কারখানার শ্রমিকরা মজুরিবৈষম্য, অমানবিক কর্মঘন্টা ও কর্মপরিবেশের বিরুদ্ধে যে লড়াইয়ের সূচনা করেছিল সেই লড়াই নারী দিবসের ইতিহাস রচনা করেছে কিন্তু আজ ও সেই বৈষম্য রয়ে গেছে। নারীরা আজ ও সমমজুরি পায় না, সম্পত্তিতে সমান অধিকার পায় না, নিরাপত্তা ও মর্যাদা পায় না। মহিলা ফোরাম নারীদের সমমজুরি ও সম্পত্তিতে সমঅধিকারের জন্য ও নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালসহ সারাদেশে লড়াই করে চলেছে। বরিশালে নারীদের জন্য স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট না থাকাটা অত্যন্ত ন্যাক্কারজনক বলে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। অপরিকল্পিত উন্নয়নের ছড়াছড়ি থাকলেও নথুল্লাবাদ, রূপাতলির মত জায়গায় পাবলিক টয়লেটের মত প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে না। বক্তারা অবিলম্বে নগরীতে স্বাস্থ্যসম্মত আধুনিক পাবলিক টয়লেট, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল, ডে-কেয়ার সেন্টার নির্মাণের দাবি জানান। একইসাথে বক্তারা বরিশালে মনোরমা বসু মাসিমা, সুফিয়া কামালের মত মহীয়সী নারীদের স্মরণে পাঠাগার-মিউজিয়াম নির্মাণের দাবি জানান। এর আগে একটি র‍্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। পরে দ্বিতীয় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখা কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়।




Archives
Image
হাওর ভরাট করে আর সড়ক হবে না : শেখ হাসিনা
Image
সাংবাদিক ও দুদক কর্মকর্তাদের টাকা দিয়েছেন শামসুজ্জামান : ডিবিপ্রধান
Image
বরিশালে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত
Image
চাকরির প্রলোভনে ঘুষ নেওয়ার অভিযোগ দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে
Image
উপজেলা নির্বাচন : চেয়ারম্যান প্রার্থীসহ ২৬ জনের নামে মামলা