Current Bangladesh Time
রবিবার ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক 
Saturday December 27, 2025 , 11:31 pm
Print this E-mail this

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন-মজিবর রহমান, ওসি

বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :  বরিশালের বানারীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (ডিসেম্বর ২৭) বিকেল সাড়ে ৪টার দিকে নিজ এলাকা সলিয়াবাকপুর থেকে তাকে আটক করা হয়। আটক সাবিনা ইয়াসমিন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সদস্য। তিনি ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান এই তথ্য নিশ্চিত রাহা জানান, দেশব্যাপী চলমান ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে উপজেলাজুড়ে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিনকে আটক করা হয়েছে। ওসি বলেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কিনা সেগুলো খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




Archives
Image
বরিশালে নোঙর করা জাহাজে যাত্রীবাহী লঞ্চের ধাক্কা, আহত ১০
Image
বরিশালে মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিনা ইয়াসমিন আটক
Image
তাসনিম জারার এনসিপি ছাড়ার নেপথ্যে কী?
Image
এনসিপি থেকে পদত্যাগ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন তাসনিম জারা
Image
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার