নগরীর বেলতলা এলাকায় মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্নে এ ঘটনাটি ঘটে
বরিশালে ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর চারতলা একটি ভবনের ওপর হেলে পড়েছে আরেকটি ভবন। স্থানীয়দের দাবি-৩ দিন পূর্বে ভূমিকম্পের কারণে চারতলা ভবনটি হেলে পড়েছে। যা নজরে আসে রোববার (নভেম্বর ২৩) সকালে।
নগরীর বেলতলা এলাকায় মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্নে এ ঘটনাটি ঘটে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে ভবন হেলে পড়ার বিষয়ে দুই ভবনের মালিক একে অপরকে দায়ী করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন সিটি কর্পোরেশনের স্থপতি সাইদুর রহমান লুসান। জানা গেছে, গত ১৪ বছর পূর্বে বেলতলা মাহমুদিয়া মাদ্রাসার পাশে বরিশাল সিটি কর্পোরেশন থেকে চারতলা ভবনের অনুমতি সাড়ে ৪ তলা ভবন নির্মাণ করেন স্থানীয় আব্দুল মোতালেব হাওলাদার। একই স্থানে গত এক বছর পূর্বে প্ল্যান অনুযায়ী চারতলা ভবন করেন জাহির হাওলাদার নামের আরেকজন। দুটি ভবনেই মালিক এবং ভাড়াটিয়ারা বসবাস করেন। প্রতিবেশী মো: দুলাল বলেন, সকালে রাস্তায় বের হওয়ার পর হঠাৎ করেই চোখ যায় পাশাপাশি দুটি ভবনের দিকে। দেখতে পাই একটি ভবন আরেকটির ওপর হেলে পড়ে আছে। এরপর আস্তে আস্তে এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।